অ্যাপশহর

ভারতে হামলার প্রস্তুতি রয়েছে আল-কায়দার: রাষ্ট্রপুঞ্জ

ধীরে ধীরে ভারতে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে আল-কায়দা। তালিবান সমর্থক এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর একটি শাখা ভারতে নিজেদের শাখা-প্রশাখা বিস্তার করে চলেছে।

EiSamay.Com 14 Aug 2018, 2:07 pm
EiSamay.Com 2
এই সময় ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে ভারতে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে আল-কায়দা। তালিবান সমর্থক এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর একটি শাখা ভারতে নিজেদের শাখা-প্রশাখা বিস্তার করে চলেছে। ‘আল-কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (AQIS) নাম নিয়ে এই শাখাটি কাজ করেছে। বর্তমানে কঠোর নিরাপত্তার কারণে একটু গোপনে থাকলেও, দেশের অভ্যন্তরে যে কোনও জায়গায় সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে সামনে এল এই তথ্য।

সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত ২২তম রিপোর্টে রাষ্ট্রপুঞ্জ আরও জানিয়েছে, ‘ভারতের অন্তর্দেশীয় নিরাপত্তার কড়াকড়ির কারণে একটু গোপনেই কাজ করছে AQIS. নিরপত্তায় গাফিলতির সুযোগ পেলে বিভিন্ন জায়গায় হামলা চালানোর ছক রয়েছে তাদের। তবে এ মুহূর্তে এদের হাতে বিরাট অস্ত্রভাণ্ডার নেই। আফগানিস্তানে বেশ কয়েক শো সদস্য ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কাশ্মীরেও কয়েকটি হামলার পেছনে এদের হাত রয়েছে। আফগানিস্তানে এদের উপস্থিতি রয়েছে লাঘমান, পাকতিকা, কান্দাহার, গজনি এবং জাবুল প্রদেশে।’

আল-কায়দার মতো ISIL-ও খানিকটা পেছনের সারিতে চলে গেলেও ইরাক এবং সিরিয়ায় এখনও এদের ২০ থেকে ৩০ হাজার সদস্য রয়েছে, যারা যে কোনও মুহূর্তে আত্মঘাতী হামলা চালাতে প্রস্তুত রয়েছে। আফগানিস্তানেও এদের একটি শাখা স্লিপিং সেল হিসাবে কাজ করছে। সম্প্রতি তালিবান এবং সরকারি বিভিন্ন দপ্তরে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার পেছনে ISIL রয়েছে বলে জানা গিয়েছে। ইউরোপেও তাদের বেশ কয়েকটি হামলার ছক বানচাল হয়েছে।


ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল