অ্যাপশহর

ভোট-যুদ্ধে অখিলেশই সেনাপতি? মুলায়ম বললেন, ‘অপেক্ষা করুন’

মুলায়ম যাই বলুন, অমর সিং-কে নিয়ে সপার অন্দরে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

EiSamay.Com 25 Oct 2016, 3:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ‘সব সমস্যা মিটে গিয়েছে।’ সোমবার এই মন্তব্য করেছিলেন শিবপাল সিং যাদব। কিন্তু, আজ সপা প্রধান মুলায়ম সিং যাদবের সাংবাদিক বৈঠকের পর বলাই যায়, পরিস্থিতি মোটেই সুখকর নয় সপা শিবিরে। বিধানসভা নির্বাচনে আর কয়েক মাস বাকি। কিন্তু, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দল কাকে তুলে ধরবে, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন মুলায়ম সিং যাদব।
EiSamay.Com akhilesh to decide on reinstating shivpal other ministers mulayam
ভোট-যুদ্ধে অখিলেশই সেনাপতি? মুলায়ম বললেন, ‘অপেক্ষা করুন’


আরও পড়ুন, ​ মুলায়মই রাজা দশরথ

ভাইপোর সঙ্গে সমস্যার জেরে সম্প্রতি প্রকাশ্যেই দাদা মুলায়মকে সরকার ও দলের দায়িত্ব নেওয়ার কথা বলেছিলেন শিবপাল সিং যাদব। এদিকে, দলের মহারাষ্ট্র প্রদেশ সভাপতি ও বর্ষীয়ান নেতা আবু আজমি সোমবার অখিলেশের নেতৃত্বে নির্বাচনে লড়ার আহ্বান জানিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন, ‘অখিলেশ যাদব অত্যন্ত ভালো মুখ্যমন্ত্রী। শুধুমাত্র তাঁর নেতৃত্বেই সমাজবাদী পার্টি ক্ষমতায় ফিরতে পারবে।’ কিন্তু, আজ সাংবাদিকরা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে প্রশ্ন করলে মুলায়ম বলেন, ‘নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের জিততে দিন। তারপর বলব, কে মুখ্যমন্ত্রী হবেন।’ অর্থাৎ সমাজবাদী পার্টি ক্ষমতায় ফিরলে বর্তমান মুখ্যমন্ত্রী তথা ছেলে অখিলেশে সিং ফের মুখ্যমন্ত্রী পদ পাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন পোড়খাওয়া রাজনীতিক মুলায়ম। সঙ্গে এও মনে করিয়ে দেন, ‘২০১২-র বিধানসভায় সবাই আমাকেই মুখ্যমন্ত্রী চেয়েছিলেন। কিন্তু, আমরা অখিলেশকে মুখ্যমন্ত্রী বানাই’।

আরও পড়ুন, ‘হেলিকপ্টার কি তোমার বাবার?’ বৈঠকে মেজাজ হারালেন শিবপাল

তবে, অমর সিং নিয়ে যে তিনি পুরোনো অবস্থান থেকে সরবেন না, তা স্পষ্ট করে দিলেন মুলায়ম। সোমবার লখনউতে অমর প্রশ্নে তিনি বলেছিলেন, ‘অমর সিং না থাকলে, আমার হাজতবাস হত।’ আজ ফের একবার পুরোনো বন্ধুর সমর্থনে সমাজবাদী পার্টির নেতাজি বলেন, ‘অমর সিং-কে এইসব থেকে বাইরে রাখুন।’ মুলায়ম যাই বলুন, অমর সিং-কে নিয়ে সপার অন্দরে ক্ষোভ ক্রমশ বাড়ছে। একাধিক নেতা গোটা ঘটনার জন্য অমর সিং-কেই কাঠগড়ায় তুলেছেন।

আরও পড়ুন, ভাঙনের ইঙ্গিত পেয়েই আসরে কংগ্রেস -বিজেপি

পার্টি কর্মীদের মনোবল বাড়াতে আজ ‘পরিবার, পার্টি, ক্ষমতা’ এক বলে জানান মুলায়ম সিং যাদব। কিন্তু, ভাই শিবপাল সহ অমর সিং ঘনিষ্ঠ ৪ মন্ত্রীকে মন্ত্রিসভায় ফেরতের প্রশ্ন কোনোরকমে এড়িয়ে যান সপা-র নেতাজি। ‘ওটা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। তিনি বুঝবেন।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান মুলায়ম। এই নিয়ে অতিরিক্ত প্রশ্নে জানিয়ে দেন, ‘আপনারা চেষ্টা করলেও বিতর্কিত কিছু বলব না।’ অথচ সোমবারই রটে যায় যে বরখাস্ত করা মন্ত্রীদের ফিরিয়ে নিচ্ছেন অখিলেশ। যদিও কাকা শিবপাল দেখা করতে চাইলে রাজি হননি ভাইপো অখিলেশ। আজ মুলায়মের মন্তব্যের পর বোঝা যাচ্ছে, মান-সম্মানের প্রশ্নে আপোস করেননি অখিলেশ সিং যাদব।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল