অ্যাপশহর

ওয়াইসি নাকি এলন মাস্ক! আজব কাণ্ড টুইটারে

হ্যাকারদের কারসাজিতে বদলে গেল AIMIM -এর অফিসিয়াল অ্যাকাউন্ট.... উদ্ধার হতে না হতেই ফের হ্যাকারদের হামলা মিম-এর অফিসিয়াল অ্যাকাউন্টে...

EiSamay.Com 18 Jul 2021, 8:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: AIMIM প্রধান হলেন এলন মাস্ক। আসাউদ্দিন ওয়াইসির বদলে এল এলন মাস্কের নাম ও ছবি। এমনই আশ্চর্যের ঘটনা ঘটল টুইটারে। AIMIM প্রধান আসাউদ্দিন ওয়াইসির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়াতেই এমন কাণ্ড। ঘটনায় ব্যাপক শোরগোল নেটপাড়ায়।
EiSamay.Com elon asauddin


রবিবার সকালেই নজরে আসে আচমকা বদলে গিয়েছে মজলিস-ইত্তেহাদুল-মুসলিমিনের অফিসিয়াল অ্যাকাউন্টের নাম ও ছবি। মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসির জায়গায় শোভা পাচ্ছে বিশ্বের সবথেকে ধনী Tesla CEO এলন মাস্কের ছবি ও নাম। তবে এই প্রথম নয়, এর আগেও হ্যাক হয়েছে AIMIM-এর অ্যাকাউন্ট। দলীয় সূত্রে খবর, নয় দিন আগেই দলের অফিসিয়াল টুইটার হ্যাক করে আপত্তিকর টুইট করা হয়। যদিও পরে অ্যাকাউন্টটি উদ্ধার করে রিস্টোর করা হয়েছিল কিন্তু এদিন ফের দুপুর একটা নাগাদ অ্যাকাউন্টে অনঅভিপ্রেত পরিবর্তন দেখা যায়। মিম অ্যাকাউন্ট পরিণত হয় Elon Musk-এর অ্যাকাউন্টে। ঘটনায় প্রবল ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব।

মিম মুখপাত্রের দাবি, নয়দিন আগে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্টটি সম্প্রতি উদ্ধার করা হয়েছে। তারপর ফের এই কাণ্ড। হায়দরাবাদ পুলিশের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করার চিন্তাভাবনা করছে AIMIM। এই টুইটারে অ্যাকাউন্টে রয়েছে ৬.৭৮ লাখ ফলোয়ার।



এই অ্যাকাউন্ট থেকেই টুইট করে আরএসএস প্রধান মোহন ভাগবতের হিন্দুত্ববাদ ও লিঞ্চিং এর বক্তব্যের পাল্টা টুইট করেন হায়দরাবাদের সাংসদ AIMIM প্রধান Asaduddin Owaisi। AIMIM প্রধান টুইট করে লেখেন, 'এই বিদ্বেষ হিন্দুত্বের দান'। পাশাপাশি তাঁর অভিযোগ, 'এই অপরাধীদের হিন্দুত্ববাদী সরকারই আশ্রয় দেয়'। এদিন সোমবার পরপর টুইট করেন আসাদউদ্দিন ওয়াইসি। তিনি টুইটারে লেখেন, 'আরএসএস-এর মোহন ভাগবত বলেছেন,'লিঞ্চিং করা ব্যক্তিরা হিন্দুত্বের বিরোধী'। এই অপরাধীরা গরু ও মহিষের মধ্যে পার্থক্য নাও জানতে পারে, কিন্তু খুন করার জন্য এদের কাছে জুনেইদ, আখলাখ, পেহলু, আলিমুদ্দিন নামই যথেষ্ট'।

পরের টুইটেই হায়দরাবাদের সাংসদ লেখেন, 'আলিমনুদ্দিনের খুনিকে মালা পরিয়ে দেয় কেন্দ্রীয় মন্ত্রী, আখলাকের খুনির মৃতদেহের উপরে তেরঙ্গা দেওয়া হয়। আসিফের হত্যাকারীদের সমর্থনে মহাপঞ্চায়েত বসানো হয়, যেখানে এক বিজেপির মুখপাত্র প্রশ্ন করেন, 'আমরা কি খুনও করতে পারি না?'

পরের খবর