অ্যাপশহর

আহমেদাবাদ বিস্ফোরণের চক্রী গ্রেপ্তার বিহারে

২০০৮ সালের আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফেরণ মামলার অন্যতম চক্রী তৌসিফ সাগির খান পাঠান ওরফে মহম্মদ তৌসিফ খানকে গয়া থেকে গ্রেপ্তার করল বিহার পুলিশ।

EiSamay.Com 14 Sep 2017, 10:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০০৮ সালের আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফেরণ মামলার অন্যতম চক্রী তৌসিফ সাগির খান পাঠান ওরফে মহম্মদ তৌসিফ খানকে গয়া থেকে গ্রেপ্তার করল বিহার পুলিশ। রাজ্য পুলিশের পটনা সদর দফতর থেকে এদিন জানানো হয়েছে, বুধবারই একটি সাইবার ক্যাফে থেকে তৌসিফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেরা করে এই মামলায় ফেরার আরও ১৫ অভিযুক্ত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তৌসিফ সাগির খান পাঠানের গ্রেপ্তারিকে বড় সাফল্য বলে উল্লেখ করা হয়।
EiSamay.Com ahmedabad blasts case accused tausheef arrested in bihar a big catch say police
আহমেদাবাদ বিস্ফোরণের চক্রী গ্রেপ্তার বিহারে


২০০৮ সালের জুলাই মাসের ওই বিস্ফোরণে ৫৬ জন নিহত হন। জখম হয়েছিলেন ২০০ জনেরও বেশি। এই মামলায় ৯৫ অভিযুক্তের মধ্যে তৌসিফকে নিয়ে ৮০ জন এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। এখনও ফেরার রয়েছে ১৫ জন। তৌসিফকে জিগ্যাসাবাদে এই ফেরার অভিযুক্তদের সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, গয়ার একটি সাইবার ক্যাফেতে তৌসিফের উপস্থিতি জানতে পেরে ক্যাফে মালিককে সতর্ক করা হয়। তিনিই তৌসিফ ও তার এক শাগরেদকে আটকে রেখে, পরে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশের দাবি, ধৃত তৌসিফ ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য। আহমেদাবাদ বিস্ফোরণের পর গয়ায় এসে, গ্রামের একটি স্কুলে শিক্ষকতা করছিল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল