অ্যাপশহর

'শহিদে'র পরিবারকে ৯ লক্ষ টাকা দিলেন আক্কি

অক্ষয় যে শুধু রিল লাইফে তো বটেই, রিয়েল লাইফে হিরো, তার প্রমাণ আবার পাওয়া গেল।জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি স্নাইপারের গুলিতে নিহত বিএসএফ জওয়ান গুরনাম সিংহের পরিবারকে ৯ লক্ষ টাকা দিয়েছেন।

EiSamay.Com 27 Oct 2016, 4:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শুধু অনস্ক্রিনেই হিরো নন, অফস্ক্রিনেও হিরো তিনি। অক্ষয় কুমার।
EiSamay.Com after supporting the families of uri martyrs akshay kumar now helps a bsf jawans family
'শহিদে'র পরিবারকে ৯ লক্ষ টাকা দিলেন আক্কি


এয়ারলিফ্ট, রুস্তম- সম্প্রতি এমন অনেক সিনেমাতেই ভারতীয় সেনা বা কর্তব্যপরায়ণ ভারতীয় নাগরিক হিসেবে রিলে দারুণ অভিনয় করেছেন আক্কি। এছাড়া উরিতে জঙ্গি-হামলায় শহিদদের পাশে দাঁড়াতেও পিছপা হননি তিনি। অর্থের দিক থেকে ও মানসিক দিক থেক- উভয়ই দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতের এই প্রথম কোনও সেলেব্রিটি, যিনি ভারতীয় সেনা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। ভারতীয় সেনাদের উপর হামলার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজও তুলেছেন তিনি।

তাঁর কথায়, তিনি একজন সেনা অফিসারেরই ছেলে। তাই জওয়ানের শহিদ হওয়ার যন্ত্রণা কী, তা জানেন তিনি। 'দেশসেবা যাঁরা ব্রতী, তাঁদের জন্য সবসময় পাশে থাকতে চাই।'



অক্ষয় যে শুধু রিল লাইফে তো বটেই, রিয়েল লাইফে হিরো, তার প্রমাণ আবার পাওয়া গেল।জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি স্নাইপারের গুলিতে নিহত বিএসএফ জওয়ান গুরনাম সিংহের পরিবারকে ৯ লক্ষ টাকা দিয়েছেন। অর্থ দিয়ে হয়তো সব কিছু হয় না। কিন্তু পাশে যে কেউ এসে দাঁড়িয়েছেন, সেটাই বা কম কী? ইন্ড্রাস্ট্রিতে আরও অনেক ধনী সেলেব্রিটি রয়েছেন, কে ভাবেন, ভারতীয় সেনাদের কথা!

#He supported the Uri martyrs' families by extending them monetary support as well. Akshay was one of the first celebrities to voice his opinion about the tragedy.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল