অ্যাপশহর

১৫ দিন হত্যে দিয়েও হাত খালি, ব্যাঙ্কেই পেটে ছুরি যুবতীর

ঘটনাটি উত্তর প্রদেশের ইটাওয়া জেলার।

EiSamay.Com 21 Dec 2016, 5:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে ৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এর জেরে সৃষ্ট হওয়া নোট সঙ্কটে জেরবার সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা ATM-এর লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না টাকা। হাতে টাকা না পেয়ে, এখনও পর্যন্ত কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে।
EiSamay.Com after spending 15 days in bank queues to withdraw her own money finally she stabbed herself inside a bank
১৫ দিন হত্যে দিয়েও হাত খালি, ব্যাঙ্কেই পেটে ছুরি যুবতীর


লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন কেউ। কেউ বা ব্যাঙ্কের সামনেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আবার কাজের অতিরিক্ত চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন ব্যাঙ্কের আধিকারিক। নোট বাতিলের পর এমনই খবর জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। এবার ব্যাঙ্কের ভিতরে নিজেকে ছুরিবিদ্ধ করল এক যুবতী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর।

ঘটনাটি উত্তর প্রদেশের ইটাওয়া জেলার। অসুস্থতার কারণে ওষুধ কেনার প্রয়োজন হলেও খুচরো টাকার অভাবে তা কিনতে পারছিলেন না কলেজ ছাত্রী গিরজা। টাকা তুলতে বারবার ব্যাঙ্কে হাজিরা দিলেও, KYC তথ্যে ভুল থাকায়, তাঁকে ফিরিয়ে দেন ব্যাঙ্ক আধিকারিকরা। এই ভাবে ১৫ দিন ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরতে হয় বছর ২৩-র যুবতীকে।

মঙ্গলবার ফের একবার ভারতীয় স্টেট ব্যাঙ্কের ওই ব্রাঞ্চে হাজির হন গিরজা। ২০০০ টাকা তুলতে চাইলেও, তাঁর অ্যাকাউন্টের KYC সমস্যার কথা জানান ব্যাঙ্ক আধিকারিক। তখন নয়া KYC ফর্ম চান গিরজা। কিন্তু, আধিকারিক জানিয়ে দেন, ব্যাঙ্কে নতুন ফর্ম শেষ হয়ে গেছে।

এরপরই নিজের ব্যাগ থেকে ছুরি বের করে আত্মঘাতী হন গিরজা। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ব্যাঙ্ক ম্যানেজার পুলিশকে জানিয়েছেন, KYC ফর্ম থাকলেও, সেদিন ছিল না। কিন্তু, ব্যাঙ্কের ভিতর গিরজা ছুরি ব্যাগে করে ঢুকলেন কি করে, সে প্রশ্ন উঠছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল