অ্যাপশহর

চেন্নাইয়ের সিএএ-বিরোধী প্রতিবাদেও এবার 'আজাদ কাশ্মীর' পোস্টার

​​সূত্রের খবর, এদিন চেন্নাইয়ের ভাল্লুওয়ার কোট্টাম সিএএ, এনআরসি বিরোধী জমায়েতে 'ফ্রি কাশ্মীর' পোস্টার নজরে পড়ে। বিগত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে এমন ঘটনা অন্তত চার বার ঘটেছে। মুম্বই, দিল্লি, মাইসুরুর পর এবার চেন্নাই।

EiSamay.Com 12 Jan 2020, 12:05 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নয়া নাগরিকত্ব আইন বিরোধী চেন্নাইয়ের প্রতিবাদেও শনিবার 'ফ্রি কাশ্মীর' পোস্টার দেখা গেল। সম্প্রতি মুম্বইয়ের প্রতিবাদ জমায়েতে এক গল্পকার-অভিনেত্রীর হাতে 'ফ্রি কাশ্মীর' পোস্টার দেখে রে-রে করে ওঠে বিজেপি। ওই যুবতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরও হয়। তার পরেই ইতিউতি, বিভিন্ন রাজ্যে নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ-জমায়েতে 'আজাদ কাশ্মীর' পোস্টার নজরে পড়ছে। দু-দিন আগেই মাইসুরুর একাধিক প্রতিবাদী পড়ুয়ার বিরুদ্ধে ঠিক এই কারণেই রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে।
EiSamay.Com after mumbai free kashmir poster spotted at caa protest in chennai
চেন্নাইয়ের সিএএ-বিরোধী প্রতিবাদেও এবার 'আজাদ কাশ্মীর' পোস্টার


সূত্রের খবর, এদিন চেন্নাইয়ের ভাল্লুওয়ার কোট্টাম সিএএ, এনআরসি বিরোধী জমায়েতে 'ফ্রি কাশ্মীর' পোস্টার নজরে পড়ে। বিগত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে এমন ঘটনা অন্তত চার বার ঘটেছে। মুম্বই, দিল্লি, মাইসুরুর পর এবার চেন্নাই।

গত রবিবার মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এক জমায়েতে 'ফ্রি কাশ্মীর' পোস্টার নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নাকের ডগায় এ ধরনের বিচ্ছিন্নতাবাদী প্ল্যাকার্ড কী করে দেখানো হয়, তা নিয়ে কটাক্ষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। যদিও, এই প্ল্যাকার্ড যাঁর হাতে দেখা গিয়েছিল, মেহেক প্রভু নামে সেই যুবতী ক্ষমা চেয়ে নেন।

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি (ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ) থেকে মুক্তির কথা বোঝাতেই তিনি যে 'ফ্রি কাশ্মীর' শব্দবন্ধ ব্যবহার করেছেন, তা জানান। তার পরেও পেশায় লেখক-অভিনেত্রী মেহেকের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (বি) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।


জেএনইউ নিয়ে বুধবার দিল্লির এক প্রতিবাদেও এক পড়ুয়ার হাতে আজাদ কাশ্মীর পোস্টার দেখা গিয়েছিল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল