অ্যাপশহর

দু’মাসে ডজন কম্পন, দিল্লি কি বড় ভূমিকম্পের প্রস্তুতি নিচ্ছে?

মার্কিন জিওলজিক্যাল সার্ভে-র পরীক্ষা অনুযায়ী, ছোট ছোট একাধিক কম্পন পর পর হওয়ার অর্থ বড় ভূমিকম্প আশঙ্কা রয়েছে।

EiSamay.Com 8 Jun 2020, 6:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কখনও উৎসস্থল দিল্লি-উত্তরপ্রদেশ সীমানা। কখনও বা দিল্লি-হরিয়ানা। গত দু'মাসে কমপক্ষে ১২ বার মৃদু কম্পনের সাক্ষী থেকেছে দিল্লি-NCR এলাকা। রবিবার রাতের পর সোমবার দুপুরেও কম্পন অনুভূত হয়েছে দিল্লিতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। তীব্রতা ছিল ২.১। দিল্লিতে একের পর এক ভূমিকম্প শিয়রে সমন দেখছেন বিশেষজ্ঞদের একাংশ। ছোট ছোট একাধিক ভূমিকম্প আদতে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সংকেত।
EiSamay.Com Delhi
রাজধানী দিল্লি


দ্য ইকনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে IIT ধানবাদের অধ্যাপক পি কে খান জানিয়েছেন, 'বড় ভূমিকম্পেরই সংকেত এগুলো।' তাঁর মতে, গত দু'বছরে ৪.০-৪.৯ মাত্রার ৬৪টি কম্পন হয়েছে NCR এলাকায়। ৫ বা তার বেশি মাত্রার ৮টি কম্পন হয়েছে দিল্লি NCR-এ। ওয়াদিয়া ইনস্টিটিউটের প্রধান ড. কালাচাঁদ সেইন IANS-কে জানিয়েছে, দিল্লি-NCR এলাকায় ক্রমাগত কম্পন বড় ভূমিকম্পেরই সংকেত।

এক্ষেত্রে মার্কিন জিওলজিক্যাল সার্ভে-র পরীক্ষাও তুলে ধরেছেন ওই বিশেষজ্ঞ। যা অনুযায়ী, ছোট ছোট একাধিক কম্পন পর পর হওয়ার অর্থ বড় ভূমিকম্প আশঙ্কা রয়েছে। যদিও নিশ্চিতভাবে ভূমিকম্প হবেই, তা বলা যায় না।

হিমালয় কাছে হওয়ার ফলে বরাবরই ভূমিকম্প-প্রবণ ছিল উত্তর ভারত। তবে কম্পনের মাত্রা দিল্লি-NCR এর ভিতরে, এ হেন উদাহরণ এতদিন সেভাবে দেখা যেত না। যা ইদানিং খুব বেশিই দেখা যাচ্ছে বলে চিন্তিত বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, দিল্লি-NCR এলাকায় জলাজমি বুজিয়ে দেদারে ফ্ল্যাট-বাড়ি গড়ে তোলা হয়েছে। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুয়ায়ী, দিল্লিতে প্রায় ৬০% বহুতল অপরিকল্পিত ভাবে তৈরি। এরমধ্যে পূর্ব ও পুরনো দিল্লিতে কম্পনের জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি। বিশেষজ্ঞ পরামর্শের পর সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে দিল্লির বিভিন্ন এলাকায় মাটি পরীক্ষা করে সংবেদনশীল এলাকার খোঁজ করা হয়েছে।

পরের খবর