অ্যাপশহর

'রাস্তায় নামাজ পড়া বন্ধ না হলে, থানায় জন্মাষ্টমীও বন্ধ হবে না!'

রাস্তায় ইদের নামাজ রুখতে না পারলে থানায় জন্মাষ্টমী পালনের রীতিও আটকানোর অধিকার তাঁর নেই। বৃহস্পতিবার কবুল করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

EiSamay.Com 17 Aug 2017, 9:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাস্তায় ইদের নামাজ রুখতে না পারলে থানায় জন্মাষ্টমী পালনের রীতিও আটকানোর অধিকার তাঁর নেই। বৃহস্পতিবার কবুল করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
EiSamay.Com adityanath if i cannot stop namaz on road i have no right to stop janmashtami at police station
'রাস্তায় নামাজ পড়া বন্ধ না হলে, থানায় জন্মাষ্টমীও বন্ধ হবে না!'


এদিন রাজধানী লখনউয়ের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ ধর্মস্থানে মাইক্রোফোনের ব্যবহার নিষিদ্ধ করা সম্পর্কেও মুখ খোলেন। সম্প্রতি উত্তরপ্রদেশে কুমার যাত্রা উপলক্ষে প্রশাসন লাউডস্পিকার, মাইক্রোফোন এবং ডিজে সঙ্গীতের উপর নিষেধাজ্ঞা জারি করতে উদ্যোগী হয়। আদিত্যনাথের প্রশ্ন, 'প্রশাসনকে জিজ্ঞেস করলাম, যদি সব জায়গায় মাইক নিষিদ্ধ ঘো,ণা করতে পারেন, তা হলে এই নিষেধাজ্ঞায় আমি সই করব। প্রতিটি ধর্মস্থানে নিয়ম চালু করুন যে, তার চৌহদ্দির বাইরে কোনও শব্দ বেরোবে না। যদি এমনটা করতে পারেন, তাহলে আমি রাজি। আর না পারলে, এই নিষেধাজ্ঞা চালু হতে দেব না। যাত্রা যেমন চলছে, তেমনই চলবে।'

তিন বলেন, 'আধিকারিকদের প্রশ্ন করি, আরে এ কি কুমার যাত্রা নাকি শবযাত্রা? এখানে বাজনা না বাজলে, ডমরু না বাজলে, ঢোল না বাজলে, চিমটে না বাজালে, লোকে না নাচলে-গাইলে কুমার যাত্রা কী করে সম্ভব হবে?' এরপর আরএসএস-এর আদর্শবাদী নেতা দীনদয়াল উপাধ্যায়ের উক্তি অনুসরণ করে যোগী বলেন, প্রতি গ্রামে গণেশ উত্‍সব পালনে কারও কোনও আপত্তি থাকা উচিত নয়।

এদিন মুখ্যমন্ত্রীর দাবি, প্রত্যেক দেশবাসীর উত্‍সব পালন করার অধিকার রয়েছে। তিনি বলেন, 'আমি সকলের জন্যই বলছি। ক্রিসমাস পালন করুন, নামাজ পড়ুন, কেউ বাধা দেবে না। তবে যা-ই করুন, তা যেন আই মেনে করা হয়। আই ভঙ্গ করলে কোথাও না কোথাও সংঘর্ষের সূত্রপাত হবে।'

আদিত্যনাথের মতে, যাঁরা দেশের সাম্প্রদায়িক মৈত্রী অটুট রাখার জন্য পরিশ্রম করছেন, উল্টে তাঁদেরই সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। নেপাল ও মরিশাসের উদাহরণ টেনে আদিত্যনাথ জানান, ওই সমস্ত দেশে হিন্দুরা গর্ব করে নিজেদের ধর্মীয় বিশ্বাসের পরিচয় দিতে পারেন। কিন্তু এদেশে তা করতে গেলে সাম্প্রদায়িক বলে অভিহিত করা হবে।

পরের খবর