অ্যাপশহর

বন্ধ হল আদিত্য বিড়লা গোষ্ঠীর আইডিয়া পেমেন্টস ব্যাংক

পেমেন্টস ব্যাংক ব্যবসা বন্ধের পিছনে 'অপ্রত্যাশিত পরিস্থিতি' যা ব্যবসার অর্থনৈতিক মডেলের পক্ষে 'কার্যকর' হয়নি বলেই জানিয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠী। পেমেন্টস ব্যাংক ব্যবসা বন্ধের এই সিদ্ধান্ত আদিত্য বিড়লা গোষ্ঠীর ব্যবসায়িক পরিকল্পনা এবং আর্থিক পরিস্থিতি নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে।

EiSamay.Com 21 Jul 2019, 11:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১৭ মাস আগে কাজ শুরু করার পর তাদের পেমেন্ট ব্যাংক সংস্থা আইডিয়া পেমেন্টস ব্যাংক লিমিটেড গুটিয়ে ফেলার কথা ঘোষণা করেছে আদিত্য বিড়লা গোষ্ঠী। পেমেন্টস ব্যাংক ব্যবসা বন্ধের পিছনে 'অপ্রত্যাশিত পরিস্থিতি' যা ব্যবসার অর্থনৈতিক মডেলের পক্ষে 'কার্যকর' হয়নি বলেই জানিয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠী।
EiSamay.Com idea-payments-bank
বন্ধ হল আইডিয়া পেমেন্টস ব্যাংক লিমিটেড।


প্রসঙ্গত, টেলিকম ক্ষেত্রে রিলেয়েন্স জিও-র প্রবেশের পর প্রতিযোগিতায় টিকতে না পেরে ইতিমধ্যেই ভোডাফোনের সঙ্গে নিজেদের টেলিকম সংস্থা আইডিয়ার সংযুক্তিকরণ ঘটিয়েছে গোষ্ঠীটি। গত বছরের শেষে তাদের সুপারমার্কেট চেইন 'মোর' সামারা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন উইটজিগ অ্যাডভাইজরি সার্ভিসেসের কাছে বিক্রি করা হয়। সামারা-র সঙ্গে চুক্তির ফলে আসলে অ্যামাজনের হাতে 'মোর' সুপারমার্কেট চেইন-এর ৪৯ শতাংশ অংশিদারীত্ব যায়।

টেলিকম ব্যবসা, সুপারমার্কেট চেইন বন্ধের পর পেমেন্টস ব্যাংক ব্যবসা বন্ধের এই সিদ্ধান্ত আদিত্য বিড়লা গোষ্ঠীর ব্যবসায়িক পরিকল্পনা এবং আর্থিক পরিস্থিতি নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছে। টেক মাহিন্দ্রা, চোলামন্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্স কোম্পানি এবং দিলীপ সাঙ্ঘভির সংস্থার জোট, আইডিএফসি ব্যাংক ও টেলেনর ফিনান্সিয়াল সার্ভিসেস-এর পর আইডিয়া পেমেন্টস ব্যাংক চতুর্থ সংস্থা যারা ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার বাজারকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ভোডাফোন আইডিয়া লিমিটেড জানিয়েছে, আমাদের সহযোগী সংস্থা আদিত্য বিড়লা আইডিয়া পেমেন্টস ব্যাংক লিমিটেডের পরিচালন পর্ষদ স্বেচ্ছায় পেমেন্টস ব্যাংক ব্যবসা বন্ধ করায় অনুমোদন দিয়েছে। যদিও এই সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংকের সম্মতি এবং অনুমোদনের পরেই বাস্তবায়িত করা হবে।'

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হওয়ায় পেমেন্টস ব্যাংক ব্যবসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল