অ্যাপশহর

লালসার শিকার কিশোরী, অবশেষে গ্রেপ্তার ‘নিখোঁজ’ বিধায়ক

১৪ বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত মেঘালয়ের বিধায়ক জুলিয়াস কে দোরফাঙ-কে শুক্রবার রাতে গুয়াহাটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

EiSamay.Com 7 Jan 2017, 5:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত মেঘালয়ের বিধায়ক জুলিয়াস কে দোরফাঙ-কে শুক্রবার রাতে গুয়াহাটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারের জন্য তাঁকে শিলংয়ে নিয়ে যাওয়া হয়েছে। মামলা দায়ের হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন দোরফাঙ। তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিশও জারি করা হয়।
EiSamay.Com absconding meghalaya mla julius k dorphang arrested for raping minor girl
লালসার শিকার কিশোরী, অবশেষে গ্রেপ্তার ‘নিখোঁজ’ বিধায়ক


শাসকদল কংগ্রেসের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত ছিলেন দোরফাঙ। মেঘালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা এইচ ডি আর লিংডো-র পুত্র জোর করে দেহ ব্যবসা করানোর অভিযোগে গ্রেপ্তার হন। তাদের গেস্ট হাউজ থেকে বেশ কয়েক জন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। জেরায় সেই নাবালিকাদের মধ্যে একজন সমস্ত ‘হাই প্রোফাইল’ নাম জানায়। তার ভিত্তিতেই ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে ৪ জন মহিলা রয়েছেন। ঘটনা সামনে আসতেই গা ঢাকা দেন দোরফাঙ।

গত ৪ জানুয়ারি স্থানীয় একটি আদালত তাঁর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মেঘালয় পুলিশ আশপাশের সমস্ত রাজ্যে লুক-আউট নোটিশের কথা জানিয়ে প্রশাসনিক সাহায্য চায়। গত বৃহস্পতিবারও অসমের হাতিগাঁও-এ দুই রাজ্যের পুলিশের মিলিত টিম একটি তল্লাশি অভিযান চালায়। তবে অল্পের জন্য পুলিশের হাত ফস্কে বেরিয়ে যান দোরফাঙ। শুক্রবার আর পালাতে পারেননি। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩৬৬ (A) এবং পোস্কো অ্যাক্টের ৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল