অ্যাপশহর

ঐতিহাসিক রায়ে ২৪ সপ্তাহের বেশি ভ্রূণও অ্যাবর্টের 'সুপ্রিম' অধিকার

আবেদনকারী ধর্ষিতার ২৪ সপ্তাহের ভ্রূণ অ্যাবর্ট করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট।

EiSamay.Com 25 Jul 2016, 4:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আবেদনকারী ধর্ষিতার ২৪ সপ্তাহের ভ্রূণ অ্যাবর্ট করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। মেডিক্যাল বোর্ডের রিপোর্টে ভ্রূণের অস্বাভাবিক বৃদ্ধি প্রমাণিত হওয়ার পরই ঐতিহাসিক রায়ে মুম্বইয়ের ওই মহিলার গর্ভপাতে অনুমোদন দেয় শীর্ষ আদালত।
EiSamay.Com abnormal fetus supreme court permits woman to terminate 24 week old pregnancy
ঐতিহাসিক রায়ে ২৪ সপ্তাহের বেশি ভ্রূণও অ্যাবর্টের 'সুপ্রিম' অধিকার


বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করার পর অন্যত্র বিয়ে করেছে বয়ফ্রেন্ড। তবে ততদিনে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মহারাষ্ট্রের ওই মহিলা। গরিব ঘরের মেয়েটির ভ্রূণ ২০ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর তিনি জানতে পারেন, তাঁর গর্ভের সন্তানের বৃদ্ধি স্বাভাবিক নয়। জন্মানোর পর তাঁর বেঁচে থাকার আশাও ক্ষীণ। এরপর তিনি গর্ভপাত করাতে গেলে তাতে সায় দেয়নি হাসপাতাল। কারণ ১৯৭১ সালের গর্ভপাত আইন অনুযায়ী ভ্রূণ ২০ সপ্তাহের বেশি বড় হয়ে গেলে তা নষ্ট করা যায় না।

নিরুপায় হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। বর্তমান আইনকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি দাবি করেছিলেন, ভ্রূণের বয়স ২৪ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরই তিনি প্রকৃত বিষয়টি জানতে পারেন। কাজেই তাঁকে গর্ভপাতের অনুমতি দেওয়া হোক।

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে মহারাষ্ট্র ও কেন্দ্রীয় সরকারের পর্যবেক্ষণ চেয়েছিল আদালত। মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গঠন করে ওই মহিলার শারীরিক পরীক্ষা করারও নির্দেশ দিয়েছিল। রিপোর্টে ডাক্তাররা জানিয়েছেন, মহিলার গর্ভের ভ্রূণের বৃদ্ধি স্বাভাবিক নয়। সেটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের জীবনও বিপন্ন হতে পারে। এই রিপোর্টের ভিত্তিতে শীর্ষ আদালত ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল