অ্যাপশহর

নিগ্রহের মামলায় তিহাড় জেলে আপ বিধায়ক

গত জুলাই মাসে দিল্লির রাউজ অ্যাভেনিউ কোর্টের বিচারক নিগ্রহের মামলায় আম-আদমি পার্টির বিধায়ককে দোষীসাব্যস্ত করেন। আদালত জানায়, বিনা প্ররোচনায় ওই ব্যক্তিকে মারধর করেছেন সোম দত্ত।

EiSamay.Com 12 Sep 2019, 11:45 pm

ডেঙ্গি নস্যি, ভয়ংকর কঙ্গো জ্বরের হানায় ভারতে মৃত ২

এই সময় ডিজিটাল ডেস্ক: চার বছর আগের একটি নিগ্রহের মামলায় জেল হল অরবিন্দ কেজরিওয়ালের আম-আদমি পার্টির বিধায়ক সোম দত্তের।
EiSamay.Com img_1568288649314_551


২০১৫ সালের নিগ্রহের মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি আদালতে আবেদন করেছিলেন আপের ওই বিধায়ক। কিন্তু, বৃহস্পতিবার আদালত বিধায়কের ওই আর্জি খারিজ করে দেয়। ফলে, নিগ্রহের মামলায় ৬ মাস জেল খাটতে হবে সোম দত্তকে। আপের এই বিধায়ককে তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।


গত জুলাই মাসে দিল্লির রাউজ অ্যাভেনিউ কোর্টের বিচারক নিগ্রহের মামলায় আম-আদমি পার্টির বিধায়ককে দোষীসাব্যস্ত করেন। আদালত জানায়, বিনা প্ররোচনায় ওই ব্যক্তিকে মারধর করেছেন সোম দত্ত। ফলে, আপ-বিধায়ককের ৬ মাসের কারাবাস হয়। সেইসঙ্গে ২ লক্ষ টাকা আর্থিক জরিমানাও করা হয়।

নিম্ন আদালতের এই রায়কেই তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন।


আফগানিস্তানের হিন্দুকুশে ফের ভূমিকম্প, কম্পন পাকিস্তানেও

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল