অ্যাপশহর

সোমবার ২ শাবকসহ এক বাঘিনীর মৃত্যু, সাত মাসে সংখ্যা বেড়ে দাঁড়াল ১১!

বন আধিকারিকরা জানিয়েছেন চন্দ্রপুর জেলায় মেতেপাড়া জঙ্গলের কাছে একটি হ্রদের পাশ থেকে উদ্ধার করা হয়েছে ওই বাঘিনী এবং তার দুই শাবকের মৃতদেহ। জানুন বিস্তারিত...

EiSamay.Com 8 Jul 2019, 3:08 pm

এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার সকালে নাগপুর থেকে ১৫০ কিমি দূরে মহারাষ্ট্রের তাডোবা টাইগার রিজার্ভের কাছে পাওয়া গেল এক বাঘিনী ও তার দুই শাবকের মৃতদেহ। এই তিন বাঘের মৃত্যুর সঙ্গে চলতি বছরের মোট ১১টি বাঘের মৃত্যু হল।

EiSamay.Com a tigress and her 2 cubs found dead near tadoba tiger reserve in maharashtra, raising death toll to 11
২ শাবকসহ এক বাঘিনীর মৃত্যু

বন আধিকারিকরা জানিয়েছেন চন্দ্রপুর জেলায় মেতেপাড়া জঙ্গলের কাছে একটি হ্রদের পাশ থেকে উদ্ধার করা হয়েছে ওই বাঘিনী এবং তার দুই শাবকের মৃতদেহ। শাবক দুটির বয়স আনুমানিক আট-নয় মাস এবং বাঘিনীর বয়স ছিল পাঁচ-ছয় বছর।

এক রক্ষী দেহ তিনটি দেখতে পেয়ে বন দফতরে খবর পাঠান। তত্‍ক্ষণাত্‍ সেখানে গিয়ে পৌঁছান ব্রহ্মপুরী বিভাগের ডেপুটি কনসারভেটর কুলরাজ সিং এবং অন্যান্য আধিকারিকরা। মহারাষ্ট্রের বন ও বন্যপ্রাণীর প্রধান সংরক্ষক নীতীন কাকোদকার জানিয়েছেন, এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। দেহ তিনটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল