অ্যাপশহর

গাড়ি চুরি করে ধরা পড়ল কৃতী ছাত্র

চোরাই গাড়ি olx-এ বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল মহারাষ্ট্র বোর্ডের কৃতী ছাত্র। ঘটনাটি পূর্ব মুম্বইয়ের আন্ধেরিতে।

EiSamay.Com 9 Jun 2017, 10:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চোরাই গাড়ি olx-এ বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল মহারাষ্ট্র বোর্ডের কৃতী ছাত্র। ঘটনাটি পূর্ব মুম্বইয়ের আন্ধেরিতে।
EiSamay.Com a highly intelligent young man from a well educated family selling the stolen cars on the olx has been arrested by midc police in mumbai
গাড়ি চুরি করে ধরা পড়ল কৃতী ছাত্র


পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জয়কৃষ্ণ সিং সম্ভ্রান্ত পরিবারের ছেলে। সে নিজেও ছাত্র হিসেব অত্যন্ত মেধাবী। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১২ ক্লাসের
পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৯৮.০৫% নম্বর নিয়ে পাশ করেছিল। কিন্তু কলেজে গিয়ে বন্ধুদের পাল্লায় পড়ে, পড়াশোনা ডকে ওঠে। নেশা ধরে
ফেলায় ক্রমশ অবনতি হতে থাকে। ছেলের এই নেশার খবর বাবার কানে পৌঁছতেই যাবতীয় হাতখরচ বন্ধ করে দেন। ফলে, নেশার খরচ
জোগাতে চুরিচামারি শুরু করে মেধাবী ছাত্রটি।

পুলিশ জানায়, সম্প্রতি আন্ধ্রেরিরই একটি এলাকা থেকে বাইক চুরি করে, বেমালুম olx-এ বেচে দিয়েছিল সে। যদিও, শেষমেশ ধরা পড়ে শ্রীঘরে যেতে হয়। কিছু দিন জেলে কাটিয়ে ছাড়া পেলেও চুরি ছাড়তে পারেনি জয়কৃষ্ণ।

নেশার টাকায় টান পড়ায় ফের আর একটি গাড়ি চুরি করে। গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জয়কৃষ্ণের নাম জানতে পারে পুলিশ। জেরায় গাড়ি চুরির কথা কবুল করে সে।

সৌজন্য: মহারাষ্ট্র টাইমস

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল