অ্যাপশহর

নিট-ছাত্রীর আত্মহত্যা, বার্তা স্ট্যালিনের

আশানুরূপ পরীক্ষা না হওয়ায় মন খারাপ। বাড়ি ফিরে আত্মঘাতী NEET পরীক্ষার্থী। যদিও নিট না দিয়েই মেডিক্যালে ভর্তি হওয়ার জন্য সম্প্রতি একটি বিল পাস হয়েছে Tamilnadu-তে।

Ei Samay 16 Sep 2021, 10:27 am

হাইলাইটস

  • এই নিয়ে চার দিনের মোট তিন জন নিট-পরীক্ষার্থীর আত্মহত্যার সাক্ষী থাকল তামিলনাড়ু।
  • সর্বভারতীয় এই মেডিক্যাল পরীক্ষা থেকে অব্যাহতি পেতে সম্প্রতি একটি বিলও পাশ করেছে তামিলনাড়ু।
  • তামিলনাড়ু সরকারের যুক্তি, নিট-এর পাঠ্যক্রম তামিলনাড়ু বোর্ডের পাঠ্যক্রমের থেকে অনেকটাই আলাদা।
EiSamay.Com Examination
প্রতীকী ছবি
চেন্নাই: ফের একটি আত্মহত্যা, কাঠগড়ায় মেডিক্যালের প্রবেশিকা 'নিট'! এই নিয়ে চার দিনের মোট তিন জন নিট-পরীক্ষার্থীর আত্মহত্যার সাক্ষী থাকল তামিলনাড়ু।
ভেলোরের থালিয়াপরামপাত্তু গ্রামের ১৭ বছরের কিশোরী সৌন্দর্যা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৮৪.৯ শতাংশ নম্বর পেয়েছিল। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই রবিবার নিট পরীক্ষায় বসেছিল। কিন্তু পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেই তার মনে হয়, এবারে বোধহয় মেডিক্যালে চান্স পাওয়া হল না। দিনমজুর বাবা ও মা অনেক বুঝিয়েছিলেন মেয়েকে- এ বছর না হলে পরের বছর সুযোগ থাকছেই। কিন্তু মেয়ের মন মানেনি। বাবা-মা কাজে বাইরে গেলে আত্মঘাতী হয় সৌন্দর্যা।

মঙ্গলবার ১৭ বছরের আরও এক পড়ুয়া একই কারণে আত্মঘাতী হয়েছে। পর পর দু'বছর নিট-এ পাশ করতে না পেরে রবিবারই পরীক্ষা দেওয়ার পর আত্মঘাতী হয়েছে ধনুষ বলে ১৯ বছরের এক পড়ুয়া। একের পর এক হৃদয়বিদারক ঘটনা দেখে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এম কে স্ট্যালিনের বার্তা, 'তোমাদের জীবন অমূল্য। তোমরাই দেশের ভবিষ্যৎ। এ ভাবে আত্মহননের রাস্তায় হেঁটে বাবা-মাকে সন্তানশোক দিও না। ডাক্তার হওয়ার আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা করো, কেউ তোমাদের লক্ষ্যে পৌঁছোনো আটকাতে পারবে না।'

'মেওয়াট এখন মিনি পাকিস্তান', রাজস্থানের বিরোধী দলনেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক
প্রসঙ্গত, সর্বভারতীয় এই মেডিক্যাল পরীক্ষা থেকে অব্যাহতি পেতে সম্প্রতি একটি বিলও পাশ করেছে তামিলনাড়ু। সেই বিল অনুযায়ী, দ্বাদশ শ্রেণির মূল্যায়নের ভিত্তিতেই মেডিক্যালে পড়ার সুযোগ মিলবে। কিন্তু বিলটি এখনও রাষ্ট্রপতির ছাড়পত্র পায়নি।

জ্বরে কাবু শিশুরা, হরিয়ানায় মৃত ৮
তামিলনাড়ু সরকারের যুক্তি, নিট-এর পাঠ্যক্রম তামিলনাড়ু বোর্ডের পাঠ্যক্রমের থেকে অনেকটাই আলাদা। ফলে, যে পড়ুয়ারা কোচিংয়ে পড়ার সুযোগ পায়, তারা এই সর্বভারতীয় পরীক্ষায় পাশ করতে পারলেও বঞ্চিত হয় গরিব পরিবারের, তামিল ভাষায় পড়াশোনা করা মেধাবী পড়ুয়ারা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল