অ্যাপশহর

করোনাভাইরাস: রোগীর স্বার্থে নিজের বিয়ে পিছিয়ে দিলেন এই ডাক্তার

ডা. হরিচরণের পরিবার চেয়েছিলেন যে তিনি যেন চাকরি ছেড়ে দেন। কিন্তু দেশেপ এই বিপদের সময়ে একজন ডাক্তার হয়ে ঘরে বসে থাকতে পারেননি তিনি। তাই নিজেই এগিয়ে আসেন করোনা রোগীদের সুস্থ করে তোলার কাজে।

EiSamay.Com 27 Apr 2020, 1:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক চললে মে মাসের প্রথম সপ্তাহে সাতপাকে বাঁধা পরতেন ডা. হরিচরণ। কিন্তু করোনভাইরাস যেন জীবনটাই ওলট পালট করে দিল তাঁর। বিয়ে পিছিয়ে দিয়ে এখন করোনা রোগী দেখার কাজে ব্যস্ত বেঙ্গালুরুর এই ডাক্তার।
EiSamay.Com Doctor
করোনার চিকিত্‍সা


বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে কর্মরত এই চিকিত্‍সককে বিয়ে পিছিয়ে করোনা রোগীর দেখার জন্য পরিবারের অনেক আপত্তির মুখে পড়তে হয়েছিল। এই রকম একটা অসুখের সামনে নিজেকে এগিয়ে দেওয়ার বিপদ নিয়ে স্বাভাবিক ভাবেই চিন্তায় ছিলেন তাঁর বাড়ির লোকজন। তবে শেষ পর্যন্ত সবাইকে বুঝিয়ে রাজি করাতে পেরেছেন তিনি। তাঁর হবু স্ত্রী একটি বেসরকারি মেডিক্যাল কলেজের অ্যানাস্থশিয়ার প্রোস্ট গ্র্যাজুয়েট ছাত্রী অবশ্য প্রথম থেকেই হরিচরণের পাশে আছেন। তিনি নিজেও করোনা ওয়ার্ডে কাজ করছেন।

আরও পড়ুন: Corona In India ভারতে করোনার থাবা LIVE: মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক নমোর, উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়ও

যেখানে আর কদিন পরে নতুন জীবন শুরু করতে চলেছিলেন দু-জনে, সেখানে এখন দিনের পর দিন হাসপাতালেই আটকে থেকে করোনা রোগীর দেখাশোনা চলছে। সবকিছু ঠিকঠাক হলে পরে তাঁরা অবশ্যই বিয়ের আসনে বসবেন বলে জানিয়েছেন।

খবরটি ইংরেজিতে পড়ুন:

পরের খবর