অ্যাপশহর

ইউপিতে বাস-ট্রাকের সংঘর্ষে ৯ জনের মৃত্যু, জখম ১৫

পুলিশ সূত্রে খবর, ৫০ যাত্রী নিয়ে বান্দা থেকে ফতেহপুরের দিকে যাচ্ছিল বাসটি। সেমরি নুল্লাহর কাছে ফতেহপুর রোডে ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ।

EiSamay.Com 26 Nov 2019, 4:22 am
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের বান্দায় পাবলিক বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ১৫ জন হাসপাতালে ভরতি রয়েছেন। পুলিশসুপার গণেশ প্রসাদ জানান, সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে বান্দার তিন্দওয়ারি থানার সাইমিরির বাঁকের কাছে।
EiSamay.Com UP_vb_32.


পুলিশ সূত্রে খবর, ৫০ যাত্রী নিয়ে বান্দা থেকে ফতেহপুরের দিকে যাচ্ছিল বাসটি। সেমরি নুল্লাহর কাছে ফতেহপুর রোডে ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। রাত পর্যন্ত মৃতদের সবার পরিচয় জানা যায়নি। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়। তদন্ত শুরু হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় আহতদের চিকিত্‍‌সায় যাতে ত্রুটি না থাকে, সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল