অ্যাপশহর

ছেলেধরার গুজব ছড়াচ্ছিল ওরা, পুলিশের জালে ৮২

পুলিশের এই কর্তা বলেন, আমরা লোকজনের কাছে বারবার অনুরোধ জানাচ্ছি, ছেলেধরার গুজবে কান দিয়ে, আইন নিজেদের হাতে তুলে নেবেন না। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থেকে থাকলে, পুলিশে জানান।

EiSamay.Com 29 Aug 2019, 3:23 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পুলিশের বারংবার প্রচার, নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই পরিকল্পিত ভাবে সোশ্যাল মাধ্যমগুলিকে কাজে লাগানো হচ্ছিল, ছেলেধরার গুজব ছড়াতে। বেশ কিছুদিন ধরে নজরে রেখে, ছেলেধরা গুজবের এই বড়সড় চক্রটিকে শেষপর্যন্ত জালে তুলল উত্তরপ্রদেশ পুলিশ।
EiSamay.Com Mob Lynching


ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওপি সিং বুধবার জানান, ছেলেধরা গুজবের এই চক্রটি বেশ বড়ই। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই গুজব ছড়ানোয় এখনও পর্যন্ত ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই কর্তা বলেন, আমরা লোকজনের কাছে বারবার অনুরোধ জানাচ্ছি, ছেলেধরার গুজবে কান দিয়ে, আইন নিজেদের হাতে তুলে নেবেন না। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থেকে থাকলে, পুলিশে জানান।

উত্তরপ্রদেশ পুলিশের ওই বড় কর্তা বলেন, এখনও পর্যন্ত যে ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের প্রত্যেকে দুষ্কৃতী। ছেলেধরার গুজব ছড়িয়ে হিংসা ছড়াতেই তারা এ কাজ করছিল। যার জেরে রাজ্যে গণপিটুনির ঘটনা বেড়ে গিয়েছে।

তিনি আরও জানান, এখনও পর্যন্ত যে ক'টি গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে, তার কোনওটিতেই ছেলেধরার অভিযোগের প্রমাণ মেলেনি। এগুলি যে মিথ্যা রটানো হচ্ছে, আমরা লোকজনকে তা বোঝানোর চেষ্টা করছি। আইন নিজেদের হাতে তুলে নিতে বারবার বারণ করা হচ্ছে।

পরের খবর