অ্যাপশহর

চাকরি নয়, দেশের ৮১% তরুণ-তরুণী চান স্বনির্ভর হতে

কোনও প্রতিষ্ঠিত কোম্পানি বা সংস্থায় চাকরি করতে বিশেষ আগ্রহী নন এ প্রজন্মের তরুণরা। সম্প্রতি এক সমীক্ষা রিপোর্টে জানা যায়, ৮১% তরুণই আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠতে আগ্রহী। কোনও সংস্থায় বাঁধাধরা কাজ বা চাকরি তাঁদের একদমই পছন্দ নয়। বরং, তাঁরা চান স্বাধীন ভাবে ব্যবসা করতে।

EiSamay.Com 2 May 2016, 9:20 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কোনও প্রতিষ্ঠিত কোম্পানি বা সংস্থায় চাকরি করতে বিশেষ আগ্রহী নন এ প্রজন্মের তরুণরা। সম্প্রতি এক সমীক্ষা রিপোর্টে জানা যায়, ৮১% তরুণই আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠতে আগ্রহী। কোনও সংস্থায় বাঁধাধরা কাজ বা চাকরি তাঁদের একদমই পছন্দ নয়। বরং, তাঁরা চান স্বাধীন ভাবে ব্যবসা করতে।
EiSamay.Com 81 youth prefer to be self employed study
চাকরি নয়, দেশের ৮১% তরুণ-তরুণী চান স্বনির্ভর হতে


১৩ থেকে ২৫-এর মধ্যে বয়স, এমন ১১ হাজার তরুণ-তরুণীর উপর এই সমীক্ষা চালায় এমটিভি। সমীক্ষার জন্য বেছে নেওয়া হয় ৫০টি শহরকে।

রিপোর্টে উল্লেখ করা হয়, গতানুগতিক জাস্ট একটা চাকরি নয়, আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠতে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যে কোনও চ্যালেঞ্জ বা ঝুঁকি নিতে রাজি।

২০১৪ সালে একই প্রশ্নে ৬৭% টিনএজার জানিয়েছিলেন, তাঁরা সেল্ফ-এমপ্লয়েড হতে চান। স্বনির্ভর হওয়ার কথা যাঁরা বলছেন, তাঁদের অধিকাংশেরই লক্ষ্য স্টার্টআপ বিজনেস। মাসশেষে টাকার জন্য ভুলভাল জায়গায় চাকরি করে যাওয়াটা তাঁদের কাছে আতঙ্কের।

যাঁদের উপর এই সমীক্ষা করা হয়েছে, তাঁদের মধ্যে আবার ৮৬% চান কর্মক্ষেত্র ও জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল