অ্যাপশহর

বিদেশে জেল খাটছে ৭,৬২০ ভারতীয়, সিংহভাগই সৌদিতে

কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রীর হিসেব অনুযায়ী, বিদেশের ৮৬ জেলে ৭,৬২০ জন ভারতীয় বন্দি রয়েছে। এর মধ্যে কমপক্ষে ৫০ জন মহিলা।

Ei Samay 10 Aug 2017, 11:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নানা অপরাধে বিদেশের বিভিন্ন জেলে কমপক্ষে ৭,৬২০ ভারতীয়কে কারাভোগ করতে হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় রয়েছে সৌদি আরবে। এক প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার লোকসভায় এই তথ্য পেশ করেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। প্রাইভেসি সংক্রান্ত আইনের কড়াকড়ি থাকায় অনেক দেশই এ সংক্রান্ত বিশদ তথ্য ভারতের হাতে দেয়নি বলে উল্লেখ করেন আকবর।
EiSamay.Com 7620 indian nationals lodged in foreign jails highest in saudi arabia
বিদেশে জেল খাটছে ৭,৬২০ ভারতীয়, সিংহভাগই সৌদিতে


কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রীর হিসেব অনুযায়ী, বিদেশের ৮৬ জেলে ৭,৬২০ জন ভারতীয় বন্দি রয়েছে। এর মধ্যে কমপক্ষে ৫০ জন মহিলা। এই ভারতীয় মহিলারা মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার কারাগারগুলোতে রয়েছে। প্রতিবেশী শ্রীলঙ্কা, চিন, নেপাল, গাল্ফ দেশগুলি ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কারাগারে তারা বন্দি।

অঙ্কের হিসেবে, বিদেশে মোট ভারতীয় বন্দির ৫৬ শতাংশই গাল্ফ দেশগুলির জেলে। এই মুহূর্তে সৌদি আরবের জেলে রয়েছে ২,০৮৪ ভারতীয়। কারও বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। কেউ চুরির সাজা খাটছে। আবার ঘুষ নেওয়ার অপরাধেও সাজা ভোগ করতে হচ্ছে কারওকে। আবার অ্যালকোহল খাওয়া বা বেচার অপরাধেও জেলে রয়েছে একটা বড় সংখ্যক ভারতীয়।

মাদক ও মানব পাচার ছাড়াও ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত সমস্যায় দক্ষিণ-পূর্ব এশিয়া (থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া)-র জেলে রয়েছে কমপক্ষে ৫০০ ভারতীয়। এদিকে, ইসলামাবাদের দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তানে জেলবন্দি ভারতীয় ৫৪৬ জন। এর মধ্যে ৫০০ জনই ভারতীয় মত্‍‌স্যজীবী।

শ্রীলঙ্কার জেলে থাকা ভারতীয় বন্দির সংখ্যাও কম নয়। এই বন্দিরা মূলত দক্ষিণ ভারতের মত্‍‌স্যজীবী।

অস্ট্রেলিয়া ও কানাডায় জেল খাটা ভারতীয়ের সংখ্যা ১১৫। খুন, যৌন নিগ্রহ, অর্থপাচার ছাড়াও দুর্ঘটনা ঘটানোর কারণে তারা জেল খাটছে। জার্মানি, ইতালি, গ্রিস, ফ্রান্সের মতো ইউরোপের বেশির ভাগ দেশই অবশ্য ভারতীয় বন্দি সংক্রান্ত কোনও তথ্য নয়াদিল্লিকে দিতে রাজি হয়নি।

বিদেশে বন্দি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে এখনও পর্যন্ত ৩০টি দেশের সঙ্গে ভারতের চুক্তি সই হয়েছে। যেসব দেশের সঙ্গে চুক্তি হয়ে ওঠেনি, তাদের কাছেও আর্জি জানিয়েছে ভারত।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল