অ্যাপশহর

৫০ শহরে বিজেপি'র বিরুদ্ধে প্রচারে নামছে ৭০টি সংগঠন

সোমবার ওই সংগঠনগুলির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, নরেন্দ্র মোদীর সরকার প্রতিশ্রুতি মতো চাকুরির সুযোগ করে দিতে ব্যর্থ হয়েছে। ভোটারদের কাছে তা তুলে ধরা হবে।

EiSamay.Com 19 Mar 2019, 2:38 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের আগে দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ব্যাপক প্রচারে নামতে চলেছে কম করে ৭০টি সংগঠন।
EiSamay.Com Modi 1


সোমবার ওই সংগঠনগুলির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, নরেন্দ্র মোদীর সরকার প্রতিশ্রুতি মতো চাকুরির সুযোগ করে দিতে ব্যর্থ হয়েছে। ভোটারদের কাছে তা তুলে ধরা হবে। জানা গিয়েছে, দেশের মোট ৫০টি শহরে এই সংগঠনগুলি প্রচার শুরু করবে।

মূলত বাম সমর্থিত ইয়াং ইন্ডিয়া ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে উত্তরপ্রদেশের বদায়ুন থেকে তাদের বিজেপি বিরোধী প্রচার শুরু হবে। ১১ এপ্রিল লোকসভার প্রথমদফার ভোটগ্রহণ। YINCC-র নেতা সাই বালাজি বলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন প্রতি বছর ২ কোটি করে বেকারের চাকরি হবে। সেখানে ২ হাজার চাকরিও দিতে পারেননি।

সমাজবাদী যুবজন সভার নাসির আহমেদ জানান, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও রাষ্ট্রীয় লোকদল বিজেপিকে ভোট না-দিতে সাধারণ মানুষের কাছে রাস্তায় নেমে আর্জি জানাবে।

এসএসসি আন্দোলনের নেতা গোপাল তিওয়ারির কথায়, দেশের যুবসমাজের কাছে সময় এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'শিক্ষা' দেওয়ার। অল ইন্ডিয়া রেলওয়ে অ্যাপ্রেন্টিসের নেতা আশিসের কথায়, এলাহাবাদে সাফাইকর্মীদের পা ধুয়ে নিয়ে মোদী স্রেফ নাটক করেছেন। আক্ষরিক অর্থে তাঁদের কথা কখনোই ভাবেননি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল