অ্যাপশহর

অসমের কোকড়াঝাড়ে এরিয়া কম্যান্ডার-সহ গ্রেফতার ৭ KLO জঙ্গি

বাংলা ও অসমের কয়েকটি জেলা নিয়ে পৃথক রাজ্যের দাবিতে ফের সক্রিয় হয়ে উঠছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন, কেএলও। নতুন করে নিয়োগও শুরু হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে কেএলও-র এরিয়া কম্যান্ডার -সহ ৭ জঙ্গিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

EiSamay.Com 9 May 2020, 5:35 am
এই সময় ডিজিটাল ডেস্ক: অসম পুলিশ ও সেনার যৌথ অভিযানে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন, KLO-র ৭ ক্যাডার ধরা পড়েছে। বৃহস্পতিবার রাতে অসমের কোকড়াঝাড়ের চক্রশিলা বন্যপ্রাণী অভয়ারণ্যেj গভীরে বিশেষ অভিযান চালিয়ে এই কেএলও জঙ্গিদের আটক করা হয়।
EiSamay.Com KLO


পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছে এক মোস্ট ওয়ান্টেড কেএলও জঙ্গি। নাম লঙ্কেশ্বর কচ ওরফে লম্বু। লঙ্কেশ্বর মায়ানমারে প্রশিক্ষিত। নিম্ন অসমের স্বঘোষিত সেকেন্ড লেফটেন্যান্ট ও এরিয়া কম্যান্ডার। বাকিরা সুকিত বর্মন, সঞ্জিত বর্মন, মামিন রায়, বিপ্লব বর্মন, পঞ্চানন রায় ও গৌতম রায়। ধৃতদের চার জনের জঙ্গি প্রশিক্ষণ বাংলাদেশে। ২ জন কোকড়াঝাড়েই প্রশিক্ষণ পেয়েছে।

শুক্রবার যৌথ সাংবাদিক সম্মেলনে কোকড়াঝাড়ের অতিরিক্ত সুপারিন্টেন্ডেট অফ পুলিশ পুনমজিত্‍‌ নাথ জানান, বিশেষ সূত্রে খবর পেয়েই বৃহস্পতিবার রাতে অভয়ারণ্যে অভিযান চালানো হয়েছিল। ধৃতদের কাছ থেকে ৭টি পিস্তল, ৭ ম্যাগাজিন, ২৪টি তাজা কার্তুজ, ৫টি ফাঁকা কার্তুজ, তোলাবাজির টাকা প্রভৃতি বাজেয়াপ্ত করা হয়েছে।


NDFB-র আত্মসমর্পণের পর, নিম্ন অসমে ফের সক্রিয় হয়ে উঠছে কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। সংগঠন ঢেলে সাজাতে ক্যাডার নিয়োগও শুরু হয়েছে বলে পুলিশের কাছে খবর রয়েছে। পশ্চিমবঙ্গের কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই ৬ জেলা এবং অসমের কোকড়াঝাড়া, বনগাইগাঁও, ধুবরি ও গোয়ালপাড়া নিয়ে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতেই লড়াই চালাচ্ছে কেএলও। বর্তমানে তাদের ২৫০ থেকে ৩০০ ক্যাডার রয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল