অ্যাপশহর

যোগীরাজ্যে বিষাক্ত গ্যাস লিক! মৃত শিশু-সহ ৭

সরকারি সূত্রে জানানো হয়েছে, বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় শ্বাসকষ্টে মারা গিয়েছেন সাতজন। তাঁদের মধ্যে রয়েছে তিন শিশুও। এমন মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন সীতাপুর জেলা ম্যাজিস্ট্রেট অখিলেশ তিওয়ারি।

EiSamay.Com 6 Feb 2020, 1:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিষাক্ত গ্যাস লিকের জেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু-সহ সাতজন। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সীতাপুর জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
EiSamay.Com D1
গ্যাস লিকের প্রতীকি ছবি


সরকারি সূত্রে জানানো হয়েছে, বিষাক্ত গ্যাস নির্গত হওয়ায় শ্বাসকষ্টে মারা গিয়েছেন সাতজন। তাঁদের মধ্যে রয়েছে তিন শিশুও।

এমন মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন সীতাপুর জেলা ম্যাজিস্ট্রেট অখিলেশ তিওয়ারি।

জানা গিয়েছে, স্থানীয় কার্পেট কারখানা ও অ্যাসিড কারখানার মাঝখানে একটি পাইপ থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়। যার জেরেই এই দুর্ঘটনা। মৃতদের মধ্যে তিন শিশু ও দুই মহিলা রয়েছেন। ঘটনার পরই ওই এলাকা ছেড়ে চলে যায় বাসিন্দারা।

তবে কী কারণে পাইপ ফেটে গ্যাস বের হয়েছে, তা এখনও জানা যায়নি।

পরের খবর