অ্যাপশহর

ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে মৃত্যু ৭ জনের

ভোর রাতে ফের পথ দুর্ঘটনা। এবার স্থান উত্তরপ্রদেশ। শনিবার ভোর রাতে বাস ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৭ জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৩২ জন।

Ei Samay 17 Oct 2020, 8:03 am
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার ভোর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। ভোর ৩টে থেকে ৪টের মধ্যে উত্তরপ্রদেশের পিলিভিট জেলার সঙ্গে কুশিনগর জেলার তামাকুহি রাজের সংযোগ স্থাপনকারী ৭৩০ নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা।
EiSamay.Com 7 dead as lucknow-bound bus from pilibhit collides with suv in the wee hours of saturday
উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনা


প্রাথমিক খবরে জানা গিয়েছে পিলিভিট বাস ডিপো থেকে বেরিয়ে লখনউ যাওয়ার পথে একটি বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাসের। এক মহিলা সহ বাসের ৬ জন যাত্রী এবং বোলেরোর এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত ৩২ জনের বেশি। তাঁদের স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে আরও ৭ জনের অবস্থা সংকটজনক।

দুর্ঘটনার সময়ে বাসে ছিলেন প্রায় ৪০ জন যাত্রী। বোলেরো গাড়িটিতে ছিলেন ১০ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোলেরো গাড়ির চালকের মুহূর্তের জন্যে ঘুমে চোখ বুজে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে সামনে থেকে আসা বাসকে। গাড়ির ধাক্কাতেই উলটে যায় বাস। পিলিভিটের পুলিশ সুপার জয় প্রকাশ জানিয়েছেন ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।

পরের খবর