অ্যাপশহর

প্রৌঢ়ার মৃত্যু হায়দরাবাদে, একই পরিবারে সংক্রমণের শিকার ১৭ জন!

দেশজুড়ে ক্রমে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোথা থেকে কী ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে বহু ক্ষেত্রেই তা বুঝে উঠতে পারছেন না স্বাস্থ্য আধিকারিকরা। ঠিক যেমনটি হয়েছে হায়দরাবাদে...

EiSamay.Com 15 Apr 2020, 11:51 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ১১ এপ্রিল হায়দরাবাদে মৃত্যু হয় ৬৫ বছরের এক বৃদ্ধার। মৃত্যুর পর জানা গিয়েছে তিনি কোভিড পজিটিভ ছিলেন। এভাবেই অজান্তে তাঁর পরিবারের আরও ১৭ জনের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত তেলেঙ্গানায় একই পরিবারের এত জনের সংক্রমিত হওয়ার খবর এই প্রথম। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এর থেকেই স্পষ্ট কীভাবে বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ।
EiSamay.Com 65 year old woman tested corona positive in Hyderabad after death, 17 of family test coronavirus positive
হায়দরাবাদে প্রৌঢ়ার মৃত্যু


তবে এক্ষেত্রে সবচেয়ে চিন্তার বিষয় হল ওই প্রৌঢ়ার শরীরে কীভাবে করোনা সংক্রমণ এল তা বুঝে উঠতে পারছেন না চিকিত্‌সকরা। মিউনিসিপাল কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর শুরু করেছে স্বাস্থ্য দফতর।

প্রশাসনের তরফে পুরনো শহরের তালাব কাট্টা অঞ্চলে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কারণ, তাঁর নমুনা পরীক্ষার ফল আসার আগে শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। তাঁর সংস্পর্শে আসা ১৭ জনকে ভর্তি করা হয়েছে গান্ধী হাসপাতালে। বাকি ২৪ জনকে রাখা হয়েছে নিজামিয়া উনানি হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে।

মৃতার করোনা পজিটিভ হওয়ার খবর সামনে আসতেই এলাকার বাসিন্দারা স্বেচ্ছায় ব্যারিকেড বসিয়েছেন যাতে বাইরের কেউ এলাকায় প্রবেশ করতে না পারেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল