অ্যাপশহর

জনপ্রিয়তা হারাচ্ছে কেজরি সরকার

দিল্লিতে আম-আদমির সরকার কি জনপ্রিয়তা হারাচ্ছে? সমীক্ষা কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে।

EiSamay.Com 9 Feb 2017, 9:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আম-আদমির সরকার কি জনপ্রিয়তা হারাচ্ছে? সমীক্ষা কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। টাইমস গ্রুপের এক সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, ৬১% দিল্লিবাসীই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন সরকারের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেছেন।
EiSamay.Com 61 delhiites disappointed with arvind kejriwals government survey
জনপ্রিয়তা হারাচ্ছে কেজরি সরকার


আগামী ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে কেজরিওয়াল সরকারের দু-বছর পূর্ণ হবে। ৭০টির মধ্যে ৬৭টি আসনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন কেজরিওয়াল। সরকারের দু-বছর পূর্তির ঠিক আগে আগেই আপের জনপ্রিয়তা নিয়ে সমীক্ষা চালায় সান্ধ্য টাইমস। জনপ্রিয়তা যাচাই করতে দুর্নীতি থেকে মেয়েদের নিরাপত্তা হয়ে জনলোকপাল বিল, বিভিন্ন বিষয়ে দিল্লিবাসীকে প্রশ্ন করা হয়। তাতেই দেখা যাচ্ছে, দিল্লির প্রতি ৫ জনের মধ্যে ৩ জনই আপ সরকারে অসন্তুষ্ট।

একনজরে দেখুন সেই সমীক্ষা রিপোর্ট

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল