অ্যাপশহর

UP-র হাসপাতালে ৪ দিনে ৫৫ শিশুর মৃত্যু

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে BRD মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের মৃত্যুমিছিল চলছেই।

EiSamay.Com 7 Nov 2017, 1:38 am
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের গোরক্ষপুরে BRD মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের মৃত্যুমিছিল চলছেই। গত চার দিনে সরকারি হিসেবেই ৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৯ শিশুই মারা গিয়েছে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে।
EiSamay.Com 55 kids die in up hospital in 4 days
UP-র হাসপাতালে ৪ দিনে ৫৫ শিশুর মৃত্যু


হাসপাতাল সূত্রে খবর, এনসেফালাইটিস-সহ অন্যান্য অসুখই শিশুমৃত্যুর কারণ। গত ১ থেকে ৩ নভেম্বরের মধ্যে ৬৫ শিশুকে ভর্তি করা হয়েছিল NICU-তে। এর মধ্যে ২২টি শিশু চিকিত্‍‌সা চলাকালীন মারা যায়। একই সময়ে পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি করা হয়েছিল ১৭৮ শিশুকে। এর মধ্যে ২১টি শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের ওই সূত্রই জানিয়েছে, গত জানুয়ারি থেকে এ অবধি ১৯০০ শিশু বিভিন্ন অসুখে মারা গিয়েছে। এর মধ্যে সিংহভাগই ছিল এনসেফালাইটিসের শিকার।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল