অ্যাপশহর

রাজনৈতিক দল গড়তে মোটা মাইনের চাকরি ছাড়লেন ৫০ IIT-মেধাবী!

ওই ছাত্ররা জানিয়েছেন, তাঁদের রাজনৈতিক দলের অনুমোদনের জন্য আবেদনপত্র পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে।

EiSamay.Com 22 Apr 2018, 10:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন IIT-র ৫০ জন ছাত্র মোটা মাইনের চাকরি ছেড়ে দিলেন। তৈরি করলেন একটি রাজনৈতিক দল। এই দল লড়বে তপশিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের অধিকার রক্ষার দাবিতে। দলের নাম দেওয়া হয়েছে বহুজন আজাদ পার্টি।
EiSamay.Com 50 iit alumni quit jobs to form a political party
রাজনৈতিক দল গড়তে মোটা মাইনের চাকরি ছাড়লেন ৫০ IIT-মেধাবী!


ওই ছাত্ররা জানিয়েছেন, তাঁদের রাজনৈতিক দলের অনুমোদনের জন্য আবেদনপত্র পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। দলের অন্যতম সদস্য ও নেতা ২০১৫ সালের IIT দিল্লির গ্র্যাজুয়েট নবীন কুমারের কথায়, 'আমরা ৫০ জন এই দল গঠনের জন্য পাকা চাকরি ছেড়ে দিয়েছি। আমাদের লক্ষ্য ২০১৯-এর লোকসভা নির্বাচন নয়। তাড়াহুড়ো করছি না। আমরা রাজনৈতিক লড়াই শুরু করব ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচন থেকে। তারপর পরের লোকসভা নির্বাচন টার্গেট।'

৫০ জনের ওই দলে বেশির ভাগই তপশিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের।

খবরটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল