অ্যাপশহর

করোনা কোপ: মহারাষ্ট্রে ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৩

দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৬৩। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। কর্নাটকের দক্ষিণ কান্নাড়ের ১০ মাসের এক শিশুও আক্রান্ত হয়েছে এই মারণ রোগে। পাঞ্জাবে আরও পাঁচজনের শরীরে মিলল করোনা ভাইরাস। এখনও পর্যন্ত সে রাজ্যে আক্রান্ত ৩৮জন।

EiSamay.Com 27 Mar 2020, 8:48 pm
EiSamay.Com বাড়ছে আক্রান্তের সংখ্যা
বাড়ছে আক্রান্তের সংখ্যা
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৪ জন। মোট সংক্রামিতের সংখ্যা প্রায় সাড়ে আটশো। শুক্রবার মহারাষ্ট্রে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে মহারাষ্ট্রে মোট ছয় জনের মৃত্যু হল।

এ দিন মহারাষ্ট্রে নতুন করে আরও পাঁচ জনের দেহে এই মারণ ভাইরাসের সংক্রমণ হওয়ার খবর পাওয়া যায়। এর মধ্যে চার জন মুম্বই ও একজন নবি মুম্বইয়ের। সবমিলিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫৩-য়। তেলঙ্গানাতেও নতুন করে আক্রান্ত হয়েছেন ১০জন।

করোনাভাইরাসের মোকাবিলায় দেশের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি জানতে এবং সেখানে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন রাষ্ট্রপতি রামনাথ।

চিন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও করোনা নিয়ে উদ্বিগ্ন ইটালি, স্পেন, ইরানের মতো দেশ। আক্রান্তের সংখ্যায় আবার বাকি সব দেশকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা। ভারতের মাটিতেও নিজের আধিপত্য বিস্তার করে চলেছে নোভেল করোনা ভাইরাস।


আরও পড়ুন: পশ্চিমবঙ্গে করোনার থাবা LIVE: লকডাউনে বয়স্কদের নিয়ে ভাবনা রাজ্যে, জীবাণুমুক্ত করায় জোর

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল