অ্যাপশহর

বানভাসি অসমে মৃত ৪৪, বিপর্যস্ত অরুণাচল, মণিপুরও

ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। জলের নিচে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের ২৪টি জেলা। মৃতের সংখ্যা ৪৪ ছাড়িয়েছে। বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৭ লক্ষের বেশি মানুষ।

Ei Samay 13 Jul 2017, 6:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। জলের নিচে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের ২৪টি জেলা। মৃতের সংখ্যা ৪৪ ছাড়িয়েছে। বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৭ লক্ষের বেশি মানুষ।
EiSamay.Com 44 dead in assam floods hundreds rescued in arunachal pradesh manipur after rains
বানভাসি অসমে মৃত ৪৪, বিপর্যস্ত অরুণাচল, মণিপুরও


অসমের মুখ্যমন্ত্রী সর্বনানন্দ সোনওয়াল বুধবার বন্যা-আক্রান্ত মাজুলি জেলা পরিদর্শন করেন। ঘুরে দেখেন কাজিরাঙা জাতীয় উদ্যানের অবস্থাও। কথা বলেন বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে। সরকারি সূত্রে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত মোট ২৯৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ৩১,০০০-রও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৭৬০ হেক্টর শস্য। মুখ্যমন্ত্রী সোনওয়াল নির্দেশ দিয়েছেন যে নগাঁও, গোলাঘাট, কার্বি আংলং, সোন্তিপুর এবং বিশ্বনাথ - এই পাঁচটি জেলার প্রশাসনিক আধিকারিকরা বন্যপ্রাণের গতিবিধি নিয়ে বন দপ্তরের কাছে প্রতিদিন রিপোর্ট দেবে। বন্যপ্রাণ রক্ষায় সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।

This is the condition of North Lakhimpur & Majuli at this point of time. I'm on aerial as well as spot visit now. pic.twitter.com/FaEpIHAgq1 — Kiren Rijiju (@KirenRijiju) July 13, 2017




অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অরুণাচল প্রদেশও। বন্যা ও ভূমিধসে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে অরুণাচলের রাজধানী ইটানগর। অরুণাচল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু-সহ একটি প্রতিনিধি দল। বন্যায় ১৩১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে উত্তর-পূর্বের আরও একটি রাজ্য মণিপুরেও। গত মে মাসে সাইক্লোন মোরা আছড়ে পড়ে এই রাজ্যে। তারপর থেকেই বন্যা ও ভূমিধসে জেরবার মণিপুর।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল