অ্যাপশহর

৪০০ স্টেশনে বিশ্বমানের রূপটান, থাকছে হেলিপ্যাড-লাউঞ্জ-বিলাসের চূড়ান্ত!

কেন্দ্রীয় রেলমন্ত্রকের প্রতিশ্রুতি সত্যি বলে ধরে নিলে, ভারতীয় রেলের ভোলবদল সময়ের অপেক্ষা।

EiSamay.Com 29 Jun 2016, 9:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় রেলমন্ত্রকের প্রতিশ্রুতি সত্যি বলে ধরে নিলে, ভারতীয় রেলের ভোলবদল সময়ের অপেক্ষা। স্টেশনগুলোর যে হতশ্রী দশা এখনও চোখে পড়ে, তা কিন্তু আর বেশি দিন থাকবে না। মেকওভার বলতে যা বোঝায়, আদতে তাই হতে চলেছে। প্রথম পর্যায়ে ৪০০টি স্টেশনের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। গত রেল বাজেটেই ছিল এই প্রস্তাব।
EiSamay.Com 400 railway stations to get 100 crore makeover with helipads executive lounges and world class facilities
৪০০ স্টেশনে বিশ্বমানের রূপটান, থাকছে হেলিপ্যাড-লাউঞ্জ-বিলাসের চূড়ান্ত!


এখানে-ওখানে নোংরা, ইতিউতি পান-পরাগের পিকে ছোপ ধরা দেওয়াল-- রেল স্টেশনের এই ছবি শুধু বদালাবেই না, সমস্ত সুবিধাও মিলবে। হয়ে উঠবে অত্যাধুনিক। রেলের একটি সূত্রের খবর, বিমানবন্দরের আদলেই ঝকঝকে হয়ে উঠবে। এখানেই শেষ নয়। পরিকল্পনা অনুযায়ী, স্টেশনগুলোর নিজস্ব 'হেলিপ্যাড' থাকবে। থাকবে এগজিকিউটিভ লাউঞ্জও। ট্রেন আসা-যাওয়ার জন্য তৈরি হবে নির্দিষ্ট টার্মিনাল।

এই গোটা মেকওভারের জন্য ফ্রেঞ্চ ন্যাশনাল রেলওয়ে কোম্পানি (SNCF)-র সাহায্য নেবে ভারতীয় রেল। ইতিমধ্যে আম্বালা ও লুধিয়ানা স্টেশন পরিদর্শন করেছেন SNCF-এর বিশেষজ্ঞরা। দেখবেন নয়াদিল্লি স্টেশনও। এর বাইরেও জাপান, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, সুইত্‍‌জারল্যান্ড ও অস্ট্রিয়ার বিশেষজ্ঞরাও আসছেন।


জানা গিয়েছে, ৪০০টি রেলস্টেশনের মধ্যে প্রথমপর্যায়ে শুধু উত্তরপ্রদেশেরই ১২টি রেলস্টেশনকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে। হবিবগঞ্জ স্টেশনে ইতিমধ্যে কাজও আরম্ভ হয়েছে। একসঙ্গে হাজার গাড়ি যাতে দাঁড়াতে পারে, পার্কিংয়ে সেই ব্যবস্থাও হচ্ছে।

ভারতীয় রেলের মুখপাত্র জানিয়েছেন, বিশ্বমানের স্টেশনগুলোয় ওয়েটিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা যেমন থাকবে, থাকছে মাল্টি মোডাল ট্রানজিট হাবও। যাত্রীদের ভিড় কমাতে স্টেশনে ঢোকা-বেরোনোর অনেকগুলো করে দরজাও থাকবে। থাকবে আরও নানাবিধ সুবিধা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল