অ্যাপশহর

চারমূর্তির কীর্তি, ATM ভেবে তুলে নিয়ে গেল SBI-এর পাশবুক মেশিন

আজকাল এই কম-যুগে চুরি করতে গেলেও যে পেটে যত্‍‌সামান্য বিদ্যে থাকতে হয়, তা আর কেউ না-বুঝুক, চার যুবক হাড়েমজ্জায় টের পেয়েছে।

EiSamay.Com 31 Aug 2016, 9:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ধরা না-পড়লে চুরি বিদ্যা যে বড় বিদ্যা, সে তো প্রবাদই ছিল। কিন্তু, আজকাল এই কম-যুগে চুরি করতে গেলেও যে পেটে যত্‍‌সামান্য বিদ্যে থাকতে হয়, তা আর কেউ না-বুঝুক, চার যুবক হাড়েমজ্জায় টের পেয়েছে। এটিএমের ক্যাশ কাউন্টার ভেবে তারা যা তুলে নিয়ে গিয়েছিল, তাতে এক কানাকড়িও ছিল না। উলটে ধরা পড়ে, হাতে হাতকড়া!
EiSamay.Com 4 dudes tried to steal a state bank atm managed to steal the passbook machine instead
চারমূর্তির কীর্তি, ATM ভেবে তুলে নিয়ে গেল SBI-এর পাশবুক মেশিন


পুলিশ জানায়, গুয়াহাটির বিনোভানগরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-র বিল্ডিংয়ে ঢুকে এটিএম ভেবে একটি মেশিন নীচ থেকে ভেঙে তুলে নিয়ে পালায় চার জন। জ্যাকপট লেগেছে ধরে নিয়েই মহানন্দে ছিল। কিন্তু, নিজেদের বোকামির জন্য পরে পিন ফোটানো বেলুনের মতোই চুপসে যায়। সারারাতের পরিশ্রম পণ্ডশ্রমে পরিণত হয়। কারণ এটিএম ভেবে চোরেরা যা তুলে নিয়ে গিয়েছিল, সেটি এসবিআই-এর পাশবুক প্রিন্টিং মেশিন।
ধৃত চার চোরের মধ্যে রয়েছে হাজোর সাহেব আলি ও সইফুল রহমান, নীলবাড়ির মইনুল হক এবং সাতগাঁওয়ের সদ্দাম হুসেন। তারা প্রিন্টিং মেশিনটি নিয়ে পালানোর সময়ই রাতের টহলরত পুলিশের হাতে ধরা পড়ে যায়।

পুলিশ জানায়, ব্যাংক ডাকাতির সময় ধৃতরা যে গাড়িটি ব্যবহার করে, সেটি ছিল একটি ভিআইপি গাড়ি। তদন্তে জানা যায়, আট বছর আগে বি মহেশ্বরীর নামে এই গাড়িটি বরাদ্দ করা হয়েছিল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল