অ্যাপশহর

সদ্যোজাত বিভাগে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ায় ৩ শিশুর মৃত্যু

সপ্তাহ খানেক আগেকার ভয়ানক স্মৃতি ফের একবার মনে করাল ছত্তিসগড়ের বি আর আম্বেদকর হাসপাতাল।

EiSamay.Com 21 Aug 2017, 2:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তাহ খানেক আগেকার ভয়ানক স্মৃতি ফের একবার মনে করাল ছত্তিসগড়ের বি আর আম্বেদকর হাসপাতাল। রবিবার রাতে রায়পুরের এই সরকারি হাসপাতালের সদ্যজাত শিশু বিভাগে অক্সিজেন সরবরাহ কমে যাওয়ায় ৩ শিশুর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ যদিও জানিয়েছে, অক্সিজেন সাপ্লাইয়ের জন্য নয়, মৃত্যু হয়েছে ওই শিশুদের শারীরিক অসুস্থতার জন্য।
EiSamay.Com 3 newborns die due to lack of oxygen in raipur hospital
সদ্যোজাত বিভাগে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ায় ৩ শিশুর মৃত্যু


ডিরেক্টর অফ হেল্থ সার্ভিস আর প্রসন্ন সাংবাদিকদের জানান, অক্সিজেন প্রেসার খানিকটা কমে গিয়েছিল এটা ঠিক। তবে কর্তব্যরত চিকিত্স করা ব্যাপারটি লক্ষ্য করেন এবং তত্ক্ষ্ণাত্‍ দৃষ্টি আকর্ষণ করেন। তখনই পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া হয়। তিনি বলেন, ‘গত কাল রাতে অক্সিজেন প্রেসার একটু কমে গিয়েছিল। যদিও কখনই অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায়নি। CMO এবং হাসপাতাল সুপার ব্যাপারটি তত্ক্ষকণাত্‍ দেখেন এবং পরিস্থতি স্বাভাবিক করেন। শিশুদের মৃত্যু হয়েছে শারীরিক অসুস্থতার কারণেই।’

সূত্রের খবর, অক্সিজেন সাপ্লাইয়ের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডিউটির সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। শিশুদের মৃত্যুর জন্য তিনি পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। মৃত শিশুদের মধ্যে একটি ৫ দিনের শিশুও ছিল। তার হৃদযন্ত্রের অবস্থা খুব একটা ভালো ছিল না। শিশুটির বাবা প্রকাশ বিশ্বকর্মা জানান, তাঁর ছেলের হার্টে একটি ফুটো ছিল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল