অ্যাপশহর

গাড়িতে যাচ্ছিলেন শেষকৃত্যে যোগ দিতে, তিন জনকে চোর ভেবে পিটিয়ে মারল জনতা!

আইন আছে আইনের মতো। ছেলে ধরা সন্দেহে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা এখনও থেমে যায় নি। ছেলেধরা সন্দেহে তিন জনকে পিটিয়ে মারার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে।

EiSamay.Com 18 Apr 2020, 2:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ উঠল মহারাষ্ট্রের পালঘর জেলায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
EiSamay.Com চিন্তায় ফেলেছে পুলিশ-প্রশাসনকে
চিন্তায় ফেলেছে পুলিশ-প্রশাসনকে


খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছয়। তিন জনকে রক্তাক্ত অবস্থায় তারা উদ্ধার করে। এঁদের মধ্যে একজন ৭০ বছরের বৃদ্ধ ছিলেন বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই দিন রাতে নিহত ব্যক্তিরা গাড়িতে যাচ্ছিলেন তাঁদের এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে। সেই সময় তাঁদের শিশুচোর বলে সন্দেহ করা হয়। এর পর ওই গাড়ি থেকে তাঁদের নামিয়ে তাঁকে বাঁশ, লাঠি এবং উইকেট দিয়ে প্রচণ্ড মারা হয়। অভিযোগ, তাঁরা শিশুর চুরি করে তাদের কিডনি পাচার করে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করতে গেলে তাদেরও নিগ্রহ করার অভিযোগ আসে। নিহতদের দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় প্রায় ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কয়েক মাস আগে গুজব এবং সন্দেহের কারণে দেশের বিভিন্নপ্রান্তে একাধিক গণপিটুনির ঘটনা ঘটেছে। কড়া পদক্ষেপও করা হয়েছিল সেই সময়। সেই আতঙ্কই কি ফের ফিরে এল? এই ঘটনায় ফের চিন্তায় ফেলেছে পুলিশ-প্রশাসনকে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল