অ্যাপশহর

অ্যাসিড আক্রান্তের সঙ্গে সেলফি তুলে বিতর্কে ৩ পুলিশকর্মী

সেলফি বিকর্তে জড়িয়ে গেল উত্তরপ্রদেশের তিন মহিলা পুলিশকর্মীর নাম।

EiSamay.Com 25 Mar 2017, 2:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সেলফি বিকর্তে জড়িয়ে গেল উত্তরপ্রদেশের তিন মহিলা পুলিশকর্মীর নাম। উত্তরপ্রদেশের কিং জর্জ মেডিকাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে আইসিউতে এক অ্যসিড আক্রান্ত মহিলাকে পাহারা দেওয়ার সময় সেলফি তোলায় মগ্ন হয়ে পড়েন ওই তিন পুলিশকর্মী। ফ্রেমে দেখা যায় অ্যাসিড আক্রান্ত মহিলাকেও। মুহূর্তে সেই ছবি ভাইরাল হয়ে যায়। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অভিযুক্ত তিন মহিলা পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করে প্রশাসন।
EiSamay.Com 3 female cops suspended for taking selfie while guarding acid attack victim in lucknow
অ্যাসিড আক্রান্তের সঙ্গে সেলফি তুলে বিতর্কে ৩ পুলিশকর্মী


গঙ্গা-গোমতি এক্সপ্রেসে লখনৌ-এ আসার সময় অ্যাসিড আক্রান্ত হন ৪৫ বছর বয়সি ওই মহিলা। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে অবস্থার অবনতি হয় তাঁর।

আক্রান্তের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, আক্রান্তের স্বামীকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণও দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এছাড়া এই ঘটনার মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে কড়া শাস্তিরও নির্দেশ দিয়েছেন তিনি।


খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন
# Three women constables of the Uttar Pradesh police who allegedly took selfies with a 45-year-old acid attack victim while she was undergoing treatment in a hospital today were suspended while an enquiry has been ordered.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল