অ্যাপশহর

পথকুকুরকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ল গাড়ি, মৃত মা ও দুই সন্তান

একটি পথকুকুরকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে গেল একটি গাড়ি। ডুবে মৃত্যু হল মা ও তাঁর দুই সন্তানের। রক্ষা পেয়েছেন মৃত মহিলার স্বামী। তাঁর মাথায় সামান্য চোট লেগেছে। পুনের হাভেলি তালুকা এলাকার ঘটনা।

EiSamay.Com 11 Jun 2020, 4:31 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একটি কুকুরকে বাঁচাতে গিয়ে কুয়োয় গিয়ে পড়ল গাড়ি। ডুবে প্রাণ গেল মা ও তাঁর দুই সন্তানের। তবে রক্ষা পেয়েছেন মৃত মহিলার স্বামী। তাঁর মাথায় সামান্য চোট লেগেছে। পুনের হাভেলি তালুকা এলাকার অষ্টপুর গ্রামের কাছে ঘটে এই দুর্ঘটনা।
EiSamay.Com 3 drown as van falls in well in bid to save dog in Pune
দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি।


লোনিকান্দ থানার ASIসদাশিব গায়কোয়াড় জানিয়েছেন, রাস্তার একটি পথকুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান চালকের আসনে বসে থাকা ৩৫ বছরের সচিন ভোসেল। আচমকা তাঁদের গাড়ির সামনে চলে এসেছিল কুকুরটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গিয়ে পড়ে রাস্তার ধারের একটি কৃষিকাজের জন্য ব্যবহৃত কুয়োয়। ডুবে যান সচিনের স্ত্রী ৩৩ বছরের শীতল, ৮ বছরের মেয়ে শ্রুতি ও ৫ বছরের ছেলে শৌর্য।

অষ্টপুর গ্রামেরই কৃষক সচিন মঙ্গলবার গিয়েছিলেন শ্বশুরবাড়ি রাহু গ্রামে। সেখান থেকে প্রচুর আম আনছিলেন তাঁরা। পথে কয়েকজন আত্মীয়ের হাতে আম তুলেও দেন। এরপর রাত ১০.৩০টা নাগাদ একটি পথকুকুর আচমকা তাঁদের ভ্যানের সামনে এসে পড়ে। সচিনের পাশের আসনে ছিল তার কন্যা। স্ত্রী ও ছেলে ছিল পেছনের আসনে।

গায়কোয়াড় জানিয়েছেন, 'গাড়ির সব কাচ বন্ধ ছিল। নিজেদের দিকের কাচটি কিছুটা খোলা থাকায় কোনওক্রমে সেখান দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন সচিন। কিন্তু তাঁর পরিবার তলিয়ে যায়। এরপর ক্রেনের সাহায্য দেহগুলি বাইরে আনা হয়। সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয়রা।'

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল