অ্যাপশহর

দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত একই পরিবারের ৩ জন

ঘরে তখন স্ত্রী কাজল কন্যা দেববর্মা (৩০) এবং দুই সন্তান সুণিমালা (১৩) ও নিশা দেববর্মা (১১) রাতের খাবার খাচ্ছিলেন।

EiSamay.Com 4 Jun 2017, 10:09 pm
দেবাশিস মজুমদার, আগরতলা
EiSamay.Com 3 dead 1 injured as wall collapses due to heavy rain
দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত একই পরিবারের ৩ জন


মাটির দেওয়াল ধসে মৃত্যু হল একই পরিবারের তিনজনের। গুরুতর আহত ১ জন। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ধলাই জেলার কমলপুর মহকুমার প্রত্যন্ত গ্রাম পশ্চিম লাম্বুছড়ায়। মৃতদের মধ্যে রয়েছেন ১ মহিলা ও দুই কিশোরী। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন গৃহকর্তা। তবে গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে।

শনিবার রাতের খাওয়া সেরে বারান্দায় বসেছিলেন গৃহকর্তা রথীশ দেববর্মা (৩৬)। ঘরে তখন স্ত্রী কাজল কন্যা দেববর্মা (৩০) এবং দুই সন্তান সুণিমালা (১৩) ও নিশা দেববর্মা (১১) রাতের খাবার খাচ্ছিলেন। বৃষ্টিতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পরে ঘরের চারদিকের মাটির দেওয়াল। ফলে ভাতের থালা সামনে রাখা অবস্থাতেই মাটির দেয়ালের নিচে চাপা পরে যায় তিনজন। শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তিনজনের।

গৃহকর্তা রথীশ দেববর্মা বাইরে থাকলেও তিনিও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পরই ছুটে আসেন এলাকার লোকজন। তারা এসে কাজল কন্যা, সুণিমালা ও নিশা দেববর্মাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষনে সবকিছুই শেষ হয়ে যায়। গৃহকর্তাকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হয় গুরুতর অসুস্থ অবস্থায়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

মৃতদের মধ্যে সুণিমালা দেববর্মা অষ্টম শ্রেণির ছাত্রী ও নিশা দেববর্মা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। রথীশ দেববর্মা পেশায় রিক্সা চালক।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল