অ্যাপশহর

দিল্লিতে বর্ণাঢ্য কুচকাওয়াজ, রেড রোডে নেতাজির ট্যাবলো

করোনাকালে দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। কোভিড বিধি মেনেই দিল্লিতে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী। কলকাতার রেড রোডেও বর্ণাঢ্য অনুষ্ঠান।

EiSamay.Com 26 Jan 2022, 12:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারত উদযাপন করছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠান। কোভিড বিধি মেনেই কম সংখ্যক দর্শকের উপস্থিতিতেই পালিত হবে প্রজাতন্ত্র দিবস (Republic Day)। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ থেকে আগত বহু বিশিষ্ট অতিথিরা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। ২৬ জানুয়ারি প্যারেড শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি যাতে মেনে চলা হয়, সেই দিকে রয়েছে বিশেষ নজর। কোভিড টিকার দু'টি ডোজ নেওয়া না থাকলে দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। এই বছর ২৬ জানুয়ারি দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে স্বাস্থ্যকর্মী, রিক্সা চালক, অটোচালকদের।
EiSamay.Com NETAJI TABLEAU
রেড রোডে নেতাজির ট্যাবলো। সৌজন্যে-Facebook/Mamata Banerjee


> রেড রোডে প্রদর্শিত হল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিদ বাহিনীর অবদান সম্পর্কিত ট্যাবলো।

> কলকাতার রেড রোডে শুরু প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। উপস্থিত রাজ্যপাল জগদীপ খনখড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

> রাজপথে পৌঁছলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুরু হল প্রজাতন্ত্র দিবসের প্যারেড।


> ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দেশের তিন বাহিনীর সেনা প্রধান।

> ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারি, প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং বিদেশমন্ত্রী নারায়ণ খাদকা।

> লাদাখে ১৭ হাজার ৫০০ ফিট উঁচুতে প্রজাতন্ত্র দিবস উদযাপন ITBP জওয়ানদের।


> টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি লেখেন, ''১৯৫০ সালে আত্মবিশ্বাসের সঙ্গে দেশ সঠিক পথে পা বাড়িয়েছিল। সত্য এবং সার্বভৌমিত্ব রক্ষায় ভারতের এই পদক্ষেপকে স্যালুট জানাই।'' সঙ্গে পোস্ট করেছেন অমর জওয়ান জ্যোতির ছবিও।

> এ বছর ভারতীয় বায়ুসেনা ট্যাবলোর থিম 'ভবিষ্যতের রূপান্তর'। প্রদর্শনীতে দেখা যাবে মিগ-২১, জিন্যাট, লাইট কমব্যাট হেলিকপ্টার, অশ্লেষা রাডার এবং রাফায়েল।


> দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ''চলুন সকলে দেশের সংবিধানের মৌলিক কাঠামো রক্ষার অঙ্গীকার গড়ি। বিশেষত এর যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষার দায়িত্ব নিই সকলে। রক্ষা করি দেশের ন্যায়বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সৌভ্রাতৃত্ব। যে সংবিধান আমাদের মৌলিক অধিকার দিয়েছে, তাকে রক্ষার দায়িত্ব গ্রহণ করি সকলে। দেশের সমস্ত বীরযোদ্ধা জওয়ানদের আমি স্যালুট জানাচ্ছি। যাদের আত্মবলিদান এবং কর্তব্যবোধ দেশকে সুরক্ষিত রেখেছে তাঁদের প্রণাম জানাই। সর্বশেষে দেশের গণতান্ত্রিক পরিকাঠামোর পিলার হিসেবে দেশের সমস্ত মানুষকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই।''

> টুইট করে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ''দেশের গর্ব, ঐক্য এবং অখণ্ড রক্ষার স্বার্থে আত্মবলিদানকারী সমস্ত জওয়ানদের মাথা নত করে প্রণাম জানাই।''


> সমগ্র দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, ''জয় হিন্দ''।

> 'বিনাশ ফরমেশন'-এ প্রদর্শিত হবে পাঁচটি রাফায়েল বিমানের মহড়া। 'বরুণা ফরমেশন'-এ মহড়া দেবে মিগ-১৯কে এবং পি-৮১ যুদ্ধবিমান। এরপর থাকবে ১৭টি জাগুয়ার।

> দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনায় এদিন ৭৫টি হেলিকপ্টারের মহড়া প্রদর্শিত হবে। যা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অন্যতম বিশেষ আকর্ষণ।

> এ বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লির রাজপথে থাকবে ১৬টি মার্চিং কনটিনজেন্টস, ১৭টি মিলিটারি ব্যান্ড এবং ২৫টি ট্যাবলো।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল