অ্যাপশহর

'বিজ্ঞাপনে মিথ্যে ও বিভ্রান্তি ছড়াচ্ছে পতঞ্জলী'

লোকসভায় সরকারের দেওয়া তথ্য বলছে, ২০১৩ থেকে ২০১৬-র মধ্যে ৫০০-রও বেশি বিজ্ঞাপন মিথ্যা ও বিভ্রান্তিমূলক তালিকাভূক্ত করা হয়েছে, যা ASCI-র বিধি লঙ্ঘন করেছে।

EiSamay.Com 21 Jan 2017, 11:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ১০০ শতাংশ প্রাকৃতিক ও ভেষজগুণ সম্পন্ন দাবি করে দিনরাত যে বিজ্ঞাপন টিভি খুললেই চোখে পড়ে, সেই দাবিগুলি আসলে মিথ্যে! হ্যাঁ, যোগগুরু রামদেবের সংস্থা 'পতঞ্জলী'-র যাবতীয় প্রডাক্টের বিজ্ঞাপনে যা দাবি করা হয়, তা বেশিরভাই মিথ্যে। আমরা নয়, বিজ্ঞাপন শিল্পের সরকার অনুমোদিত সংস্থা দ্য অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (ASCI) জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য।
EiSamay.Com 25 out of 33 patanjali ads were false misleading asci
'বিজ্ঞাপনে মিথ্যে ও বিভ্রান্তি ছড়াচ্ছে পতঞ্জলী'


লোকসভায় সরকারের দেওয়া তথ্য বলছে, ২০১৩ থেকে ২০১৬-র মধ্যে ৫০০-রও বেশি বিজ্ঞাপন মিথ্যা ও বিভ্রান্তিমূলক তালিকাভূক্ত করা হয়েছে, যা ASCI-র বিধি লঙ্ঘন করেছে। এর মধ্যে ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৬-র জুলাই পর্যন্ত রামদেবের পতঞ্জলী আয়ুর্বেদ লিমিটেড-এর বিরুদ্ধে ৩৩টি অভিযোগ জমা পড়েছে। যার মধ্যে ২৫টি অভিযোগের ক্ষেত্রেই দেখা গিয়েছে, পতঞ্জলী মিথ্যে ও বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন সম্প্রচার করেছে। মানা হয়নি ASCI-র বিধি।


ক্রেতা সুরক্ষা আইন, ১৯৮৬-র বিভ্রান্তিমূলক ও মিথ্যের আশ্রয় নিয়ে ব্যবসা চালালে ক্রেতা বা গ্রাহক ক্রেতা সুরক্ষায় অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে যেমন পতঞ্জলীর টুথপেস্টের বিরুদ্ধে অভিযোগের তদন্তে নেমে দেখা গিয়েছে, প্রডাক্টের বিজ্ঞাপনে যে যে দাবি করা হয়েছে, সেই দাবিগুলিকে প্রমাণ করার মতো কোনও বিজ্ঞানভিত্তিক তথ্য নেই।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল