অ্যাপশহর

নেতাজি সংক্রান্ত আরও ২৫টি ফাইল প্রকাশ্যে আনল কেন্দ্র

নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত আরও ২৫টি ফাইল প্রকাশ্যে আনল কেন্দ্র। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা আনুষ্ঠানিক ভাবে এই ফাইলগুলি প্রকাশ করেন। গত মাসেও ৫০টি ফাইল প্রকাশ করা হয়েছে।

EiSamay.Com 29 Apr 2016, 6:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত আরও ২৫টি ফাইল প্রকাশ্যে আনল কেন্দ্র। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা আনুষ্ঠানিক ভাবে এই ফাইলগুলি প্রকাশ করেন। গত মাসেও ৫০টি ফাইল প্রকাশ করা হয়েছে।
EiSamay.Com 25 declassified files on netaji subhas chandra bose to be released today
নেতাজি সংক্রান্ত আরও ২৫টি ফাইল প্রকাশ্যে আনল কেন্দ্র


এর আগে গত ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৯ তম জন্মদিনে কেন্দ্রের হেফাজত থেকে ১০০টি ফাইল প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নেতাজি অন্তর্ধান ৭০ বছর পরেও রহস্যেই রয়ে গিয়েছে। অনেকের ধারণা, কেন্দ্রের হেফাজতে থাকা নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ্যে এলেই, সত্য সামনে আসবে। নেতাজির পরিবারের সদস্যরাও যে কারণে বারবারই নেতাজির গোপন ফাইল সামনে আনারা আর্জি জানান। গত বছর অক্টোবরে নেতাজির পরিবারের সঙ্গে সাক্ষাতের সময়ও মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি সরকার ধাপে ধাপে ফাইল প্রকাশ করবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল