অ্যাপশহর

অসমে NRC-তে বাদ ২০০০ বৃহন্নলা! ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

সেই মামলাতেই এবার কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টের কাছে ওই আবেদনে জানানো হয়েছিল, নির্দেশ থাকা সত্বেও তৃতীয় লিঙ্গের মানুষদের 'পুরুষ' বা 'স্ত্রী' অপশনই বেছে নিতে বলা হয়েছিল। কোনও 'Others' অপশন ছিল না।

EiSamay.Com 27 Jan 2020, 8:22 pm

হাইলাইটস

  • তাঁদের জন্য নতুন আইন তৈরি হয়েছে ২০১৯ সালে।
  • সেখানে সামাজিক, আর্থিক ও শিক্ষাগত ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য যাবতীয় সুযোগ-সুবিধার কথাও বলা হয়েছিল।
  • কিন্তু অসমে এনআরসি প্রয়োগের ক্ষেত্রে সেই সুযোগ-সুবিধার ছিটেফোঁটাও পাননি তাঁরা।
EiSamay.Com transgenders-excluded-from-nrc-in-assam
ওঁরাও বাদ এনআরসি-তে
এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁদের জন্য নতুন আইন তৈরি হয়েছে ২০১৯ সালে। সেখানে সামাজিক, আর্থিক ও শিক্ষাগত ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য যাবতীয় সুযোগ-সুবিধার কথাও বলা হয়েছিল। কিন্তু অসমে এনআরসি প্রয়োগের ক্ষেত্রে সেই সুযোগ-সুবিধার ছিটেফোঁটাও পাননি তাঁরা। সেই কারণেই অসমে এনআরসি'তে বাদ গিয়েছেন প্রায় ২০০০ বৃহন্নলা। আর সেই প্রতিবাদেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অসমের প্রথম তৃতীয় লিঙ্গের বিচারপতি স্বাতী বিধান।
সেই মামলাতেই এবার কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ। সুপ্রিম কোর্টের কাছে ওই আবেদনে জানানো হয়েছিল, নির্দেশ থাকা সত্বেও তৃতীয় লিঙ্গের মানুষদের 'পুরুষ' বা 'স্ত্রী' অপশনই বেছে নিতে বলা হয়েছিল। কোনও 'Others' অপশন ছিল না।

শুধু তাই নয়, এনআরসি-তে ১৯৭১ সালের আগের যে সমস্ত নথি চাওয়া হয়েছিল, তা সে অর্থে কোনও তৃতীয় লিঙ্গের মানুষের কাছেই ছিল না বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন স্বাতী বিধান।

সেই মামলার শুনানিতেই এবার কেন্দ্রের কাছে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে এই বিষয়ে কেন্দ্রের কী বক্তব্য, জানতে চাওয়া হল তাও।

পরের খবর