অ্যাপশহর

শুল্ক ফাঁকির অভিযোগে জেল শশিকলার স্বামীর

শুল্ক ফাঁকি দেওয়ার অপরাধে দুই বছরের কারাদণ্ড হল ভি কে শশিকলার স্বামী এম নটরাজনের।

EiSamay.Com 17 Nov 2017, 4:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শুল্ক ফাঁকি দেওয়ার অপরাধে দুই বছরের কারাদণ্ড হল ভি কে শশিকলার স্বামী এম নটরাজনের। শুক্রবার এই সাজা ঘোষণা করেছে মাদ্রাজ হাই কোর্ট।
EiSamay.Com 2 years jail term to sasikalas husband natarajan
শুল্ক ফাঁকির অভিযোগে জেল শশিকলার স্বামীর


এর আগে নটরাজনের বিরুদ্ধে ১৪৩০ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ আনে আয়কর দপ্তর। চলতি সপ্তাহে দুর্নীতির অভিযোগে কারাবন্দি এআইএডিএমকে নেত্রী শশিকলা, তাঁর আত্মীয় ও বাণিজ্যক্ষেত্রে সঙ্গীদের বাড়িতে নাগাড়ে ৫ দিন তল্লাশি চালিয়ে অভিযোগের প্রমাণ পাওয়া যায় বলে জানা গিয়েছে। ওই অভিযানে মোট ১৮৭টি ঠিকানায় হানা দেন ১৮০০ জন আয়কর আধিকারিক। তল্লাশি চালানো হয় তাঞ্জাভুরে নটরাজনের বাড়ি, জয়ললিতার মালিকানাধীন কোডানাদ চা-বাগান, জ্যাজ় সিনেমাস, মিডাস ডিস্টিলারিস, সারদা পেপার অ্যান্ড বোর্ডস, সেন্থিল গ্রুপ অফ কোম্পানিস, কোয়েমবাত্তুরের নীলগিরি ফার্নিচার, জয়া টিভি, নামাধু এমজিআর-এর দপ্তর এবং চামিলনাডু, পুদুচেরি, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর অন্যান্য ঠিকানায়।

প্রসঙ্গত, ২০১০ সালে নটরাজন ও তাঁর তিন সঙ্গীকে ১.৬২ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে কারাদণ্ড দেয় আর্থিক অপরাধ আদালত। এদিন সেই রায়কে স্বীকৃতি দিল হাই কোর্ট।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল