অ্যাপশহর

ভাঙনের মুখে মোদী মন্ত্রিসভা, ইস্তফা দিতে চলেছেন ২ মন্ত্রী

দলের দুই প্রতিনিধিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

EiSamay.Com 8 Mar 2018, 12:16 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কথা দিয়ে কথা রাখেনি মোদীর সরকার। অন্ধ্র প্রদেশকে 'বিশেষ মর্যাদা' দেওয়ার প্রতিশ্রুতি পালাবদলের এতদিন পরেও মিথ্যে আশ্বাসবাণী হয়ে রয়ে গিয়েছে। তারই প্রতিবাদে দলের দুই প্রতিনিধিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
EiSamay.Com 2 union ministers to resign over special status for andhra
ভাঙনের মুখে মোদী মন্ত্রিসভা, ইস্তফা দিতে চলেছেন ২ মন্ত্রী


চন্দ্রবাবুর তেলেগু দেশম পার্টির দুই সদস্য অশোক গজপতি রাজু এবং ওয়াইএস চৌধুরী রয়েছেন মোদী মন্ত্রিসভায়। বুধবারই এই দুই মন্ত্রীর কাছে পদত্যাগের নির্দেশ পাঠিয়ে দিয়েছেন দলীয় সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু।

কেন্দ্র যে কোনও রাজ্যকে 'স্পেশাল স্টেটাস দেবে না, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ইতিমধ্যেই তা পরিষ্কার করে দিয়েছেন। তার জেরেই টিডিপির এই সিদ্ধান্ত।

অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হওয়ার সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, 'বিশেষ মর্যাদা' পাবে অন্ধ্র। কার্যক্ষেত্রে রাজ্য দু-টুকরো হলেও, সেই স্টেটাস পায়নি চন্দ্রবাবুর রাজ্য।

কেন্দ্র প্রতিশ্রুতি রক্ষা করেনি। অন্ধ্র 'বিশেষ মর্যাদা' না-পাওয়ায়, মোদী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে চলেছেন দুই মন্ত্রী। অশোক গজপতি রাজু এবং ওয়াইএস চৌধুরী।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল