অ্যাপশহর

বিদেশমন্ত্রকের ২ কর্মী করোনা পজিটিভ, সেলফ-কোয়ারানটিনে আধিকারিকেরা

অভ্যন্তরীণ ইমেইল ইস্যু করে বিদেশমন্ত্রকের বেশ কয়েক জন আধিকারিককে শুক্রবার সেলফ কোয়ারানটিনে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রকের দুই কর্মীর কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ায় এই নির্দেশ দেওয়া হয়।

EiSamay.Com 30 May 2020, 8:58 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিদেশমন্ত্রকের দুই কর্মীর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসার পরেই, মন্ত্রকের একাধিক আধিকারিককে সেলফ-কোয়ারানটিনে যেতে বলা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই কোভিড-১৯ আক্রান্ত দুই কর্মীর সংস্পর্শে আসা অফিসারদের ১৪ দিনের জন্য সেলফ কোয়ারানটিনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
EiSamay.Com coronavirus-shutter-4
করোনা-শঙ্কা।-- ফাইল ছবি


সূত্রের খবর, করোনা আক্রান্ত ওই দুই কর্মীর একজন রয়েছেন মন্ত্রকের সেন্ট্রাল ইউরোপ ডিভিশনে। অপর আক্রান্ত মন্ত্রকের ল্য ডিভিশনে লিগ্যাল অফিসার হিসেবে কর্মরত।

সংবাদ সংস্থা সূত্রে খবর, নিয়ম মেনেই সেন্ট্রাল ইউরোপ ডিভিশনের সকল কর্মী-আধিকারিককে ১৪ দিন ঘরে থেকে কাজ করতে বলা হয়েছে। ২৭ মে অভ্যন্তরীণ ইমেইল পাঠিয়ে, এই নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার ফের একবার ইমেইল ইস্যু করা হয়েছে। দ্বিতীয় ইমেইলে বলা হয়েছে, ওই দুই কর্মীর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেকে যেন কোয়ারানটিনে যান। তবে, সংশ্লিষ্ট মন্ত্রকের কত জন আধিকারিক কোয়ারানটিনে যাবেন, তা অবশ্য জানা যায়নি।

এদিকে, শুক্রবারই সংসদে রাজ্যসভা সচিবালয়ের একাংশ স্যানিটেশনের জন্য সিল করা হয়েছে। এক অফিসারের করোনা পজিটিভ রিপোর্ট আসার কারণেই তড়িঘড়ি স্যানিটেশনের ব্যবস্থা করা হয়। এর আগে লোকসভা সচিবালয়ের সম্পাদকীয় ও অনুবাদ বিভাগে কর্মরত এক আধিকারিকের কোভিড সংক্রমণ ধরা পড়ায়, সংসদভবন-সহ গোটা চত্বর জীবাণুমুক্ত করানো হয়েছিল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার, ২৯ মে করোনা সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের দেশগুলির মধ্যে নবম স্থানে রয়েছে। দেশে করোনা আক্রান্ত ১.৬৫ লক্ষ ছাড়িয়েছে। একদিকে, করোনা পজিটিভ ধরা পড়েছে ৭,৪৬৬ জনের।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল