অ্যাপশহর

ভারতের 'নিখোঁজ' ২ ধর্মীয় গুরু পাক গোয়েন্দা হেফাজতেই

দিল্লির হজরত নিজামউদ্দিন দরগার নিখোঁজ দুই ধর্মীয় গুরু পাকিস্তানের গোয়ান্দা সংস্থার হেফাজতেই রয়েছেন। মুত্তাহিদা কওমি মুভমেন্ট (MQM) নামে পাকিস্তানের একটি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগেই ওই দুই আলেমকে হেফাজতে রেখেছেন পাক গোয়েন্দারা।

EiSamay.Com 18 Mar 2017, 6:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লির হজরত নিজামউদ্দিন দরগার নিখোঁজ দুই ধর্মীয় গুরু পাকিস্তানের গোয়ান্দা সংস্থার হেফাজতেই রয়েছেন। মুত্তাহিদা কওমি মুভমেন্ট (MQM) নামে পাকিস্তানের একটি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগেই ওই দুই আলেমকে হেফাজতে রেখেছেন পাক গোয়েন্দারা।
EiSamay.Com 2 missing indian clerics in custody of paks intel agency
ভারতের 'নিখোঁজ' ২ ধর্মীয় গুরু পাক গোয়েন্দা হেফাজতেই


সংবাদ সংস্থার খবর, গত ১৪ মার্চ করাচিগামী শাহিন এয়ারলাইন্স বিমান থেকে লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয় সৈয়দ আসিফ নিজামি ও তাঁর ভাইপো নাজিম নিজামিকে। সেখানেই এই দুই ভারতীয় ধর্মীয় গুরুকে হেফাজতে নিয়ে, জিগ্যাসাবাদের জন্য গোপন কোনও জায়গায় নিয়ে যান পাক গোয়েন্দারা।

আলতাফ হুসেনের মুত্তাহিদা কওমি মুভমেন্ট সঙ্গে যোগাযোগ রয়েছে সন্দেহে পরে দু-জনকেই আটক করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এই দুই ধর্মীয় গুরুর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ না-মিললে, তবেই তাঁরা ছাড়া পাবেন।

MQM হল পাকিস্তানের একটি আঞ্চলিক দল। দক্ষিণ সিন্ধে, বিশেষত করাচি, হায়দরাবাদ, সুক্কুরে এই দলটির যথেষ্ট প্রভাব রয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল