অ্যাপশহর

পিরিয়ড-সচেতনতা বাড়াতে অনাথ আশ্রমে প্রচারে নামল ১৬-র 'প্যাডগার্ল'

'প্যাডম্যান' নয়, সে 'প্যাডগার্ল'। ১৬ বছরের সঞ্জনা দীক্ষিত। সম্পূর্ণ একার উদ্যোগে অনাথ আশ্রমের মেয়েদের মেনস্ট্রুয়েশন সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে নেমেছে বেঙ্গালুরুর এই ছাত্রী।

EiSamay.Com 4 Mar 2018, 2:03 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: 'প্যাডম্যান' নয়, সে 'প্যাডগার্ল'। ১৬ বছরের সঞ্জনা দীক্ষিত। সম্পূর্ণ একার উদ্যোগে অনাথ আশ্রমের মেয়েদের মেনস্ট্রুয়েশন সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে নেমেছে বেঙ্গালুরুর এই ছাত্রী। নিজের স্কুলে ক্লাসে ক্লাসে ঘুরে তার জন্য অর্থ সংগ্রহ করেছে সে। এক বছর ধরে অনাথ আশ্রমের মেয়েদের স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করে যাওয়ার সঙ্কল্প নিয়েছে সঞ্জনা।
EiSamay.Com 16 year old bengaluru girl raises awareness about menstrual hygiene for girls in orphanage
পিরিয়ড-সচেতনতা বাড়াতে অনাথ আশ্রমে প্রচারে নামল ১৬-র 'প্যাডগার্ল'


বেঙ্গালুরুর সরজাপুরার থায়ি মানে অনাথ আশ্রমের বাসিন্দা লক্ষ্মী (২৩) মাসিকের সময় বরাবরই কাপড় ব্যবহার করত। লোকলজ্জায় সেই কাপড় ধুয়ে আড়ালে কোথাও শুকিয়ে নিত সে। কিন্তু সঞ্জনার ওয়ার্কশপে যোগ দেওয়ার পর থেকেই তার চিন্তাভাবনা বদলে যায়। এখন সে জানে যে কাপড় ভালো করে রোদে না শুকিয়ে তা মাসিকের সময় ব্যবহার করা অত্যন্ত অস্বাস্থ্যকর। এর থেকে গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই এখন থেকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবে বলেই সিদ্ধান্ত নিয়েছে সে।


সঞ্জনা দীক্ষিত

অনাথ আশ্রমের মেয়েদের মেনস্ট্রুয়েশন সম্পর্কে সচেতন করে তোলার সিদ্ধান্ত নিজের ১৬ বছরের জন্মদিনেই নেয় সঞ্জনা। সামনে তখন তার বোর্ডের পরীক্ষা। কিন্তু তা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অচল থাকে সে। পরিচিত ডাক্তারদের কাছে গিয়ে ওই অনাথ আশ্রমে মেনস্ট্রুয়েশন সম্পর্কে ওয়ার্কশপ করাতে রাজি করায় সে। নিজের স্কুলে সব ক্লাসে ক্লাসে ঘুরে ঘুরে এ বিষয়ে বুঝিয়ে চাঁদা তোলে সঞ্জনা। নিজের পরিবারকেও এই লড়াইয়ে পাশে পায় সে। অনাথ আশ্রমের মেয়েরা যে মেনস্ট্রুয়েশনের সময় স্বাস্থ্যরক্ষা নিয়ে কতটা অন্ধকারে, তা এই ওয়ার্কশপ করাতে দিয়ে বুঝতে পারে সে।

নিজের এই কাজে থেমে থাকতে চায় না সঞ্জনা। এবার অন্য আরও অনাথ আশ্রমেই সচেতনতার প্রচার ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে সে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল