অ্যাপশহর

লিটল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধি এই কিশোরী

২৩ বছর বছর বাদে ১২ বছরের এই কিশোরী সেই নজির তৈরি করল। ওডিশার পদ্মালয়া নন্দ লিটল মিস ইউনিভার্স এবং লিটল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে।

EiSamay.Com 28 May 2017, 6:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সুস্মিতা সেন ২৩ বছর আগে ম্যানিলায় মিস ইউনিভার্স খেতাব জিতেছিলেন। তার পর থেকে পূর্ব বা উত্তর-পূর্ব ভারত থেকে কেউ এই সৌন্দর্য্য প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেননি। ২৩ বছর বছর বাদে ১২ বছরের এই কিশোরী সেই নজির তৈরি করল। ওডিশার পদ্মালয়া নন্দ লিটল মিস ইউনিভার্স এবং লিটল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে।
EiSamay.Com 12 year old odisha girl to represent india at little miss universe
লিটল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধি এই কিশোরী




৩১ মে জর্জিয়ায় লিটল মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরু হচ্ছে। এ পর গ্রিসে আয়োজিত হবে লিটল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। বিশ্বের ১৬টি দেশের প্রতিযোগীরা এখানে অংশ নিচ্ছে। দেশের প্রতিনিধি তো বটেই, সেই সঙ্গে ওডিশার প্রথম ব্যক্তি হিসাবে কোনও আন্তর্জাতিক সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পদ্মালয়া। বছর বারোর এই কিশোরী কটকের স্টুয়ার্ট স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী। পদ্মালয়া বলছে, ‘আমার সমস্ত মনোসংযোগ এখন এই দুই প্রতিযোগিতায়। লিটল মিস ইউনিভার্স এবং ওয়ার্ল্ডে আমি দেশের প্রতিনিধি। নিজের সেরাটাই দেব সেখানে।’

এই প্রথম নয়। এর আগে জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ক্রাউন জেতে পদ্মালয়া। শুধু তাই নয়। প্রতিযোগিতায় বল গাউন রাউন্ডে যে পোশাকটি সে পড়েছিল তা নিজেই ডিজাইনও করে সে। পদ্মার বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী প্রসন্নকুমার নন্দ। মা শুভাসুধা প্রিয়দর্শিনী পেশায় একজন চিকিত্সবক। পদ্মা জানিয়েছে, বড় হয়ে সে মডেলিং এবং ফ্যাশন ডিজাইনিংকেই পেশা হিসাবে বাছতে চায়। তবে এখন পড়োশানাতেই মনোযোগ দিচ্ছে সে। বাবা-মায়ের কাছ থেকে প্রতিনিয়ত উত্সা়হের জন্যই এই সাফল্য বলে জানিয়েছে পদ্মা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল