অ্যাপশহর

'বাঁচতে চাই', নমো-কে SOS ক্যান্সার রোগী বালকের

বয়স মাত্র ১১ বছর। শরীরে থাবা বসিয়েছে মারণ রোগ ক্যান্সার। কিন্তু আগ্রার অংশ উপ্রীতির বাঁচার ইচ্ছে প্রবল।

EiSamay.Com 28 Jun 2016, 2:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১১ বছর। শরীরে থাবা বসিয়েছে মারণ রোগ ক্যান্সার। কিন্তু আগ্রার অংশ উপ্রীতির বাঁচার ইচ্ছে প্রবল। বড় হয়ে সারা পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন তার চোখ জুড়ে। তাই ব্লাড ক্যান্সারের কাছে হার মানতে সে নারাজ। এদিকে বাড়ির আর্থিক অবস্থা একেবারেই স্বচ্ছল নয়। চিকিত্‍‌সার খরচ যোগাড় করতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় বাঁচার আর্তি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখে ছোট্ট অংশ। চিঠি যায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দপ্তরেও।
EiSamay.Com 11 yr old boys sos to modi help me i want to live
'বাঁচতে চাই', নমো-কে SOS ক্যান্সার রোগী বালকের


চিঠিতে অংশ জানিয়েছিল গত তিন বছর ধরে এই মারণ রোগের সঙ্গে সে ও তার পরিবার লড়াই চালিয়ে যাচ্ছে। তার চিকিত্‍‌সায় যাতে কোনও বাধা না পড়ে তার জন্যে প্রায় সর্বশান্ত হয়েছে পরিবার। বিক্রি হয়ে গেছে গোকুলপুরে তাদের বসতবাড়িও। অ্যালোপ্যাথি ওষুধ কিনতে না পারায় অবশেষে আয়ুর্বেদের হাত ধরতে হয়েছে উপ্রীতি পরিবারকে। প্রতিদিন দু'মুঠো খাবারও পান না তাঁরা।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্‍‌কারে অংশের বাবা কৃষ্ণ দত্ত উপ্রীতি জানিয়েছেন, একটি মার্বেল পলিশিং কারখানায় দিন মজুর তিনি। ছেলের চিকিত্‍‌সার জন্যে এখনও পর্যন্ত খরচ হয়েছে ১২ লাখ টাকা। বাড়ি জমি যা ছিল সব বিক্রি করে ফেলেছেন ইতিমধ্যে। আর কোনও সম্বল তাঁদের নেই। কেউ যদি তাঁর ছেলেকে বাঁচানোর জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তা হলে তাঁরা চির কৃতজ্ঞ থাকবেন।

এতদিন জয়পুরের ভগবান মহাবীর ক্যান্সার হাসপাতালে চিকিত্‍‌সা চলছিল অংশের। প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে স্পিড পোস্টে পাঠানো হয়েছে চিঠি। এখনও কোনও জবাব আসেনি, তবু তাঁদের আশা খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই পাবেন প্রয়োজনীয় সাহায্য।

প্রসঙ্গত, কিছু দিন আগেই ৬ বছরের এক শিশু কন্যার হার্টের চিকিত্‍‌সার জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল