অ্যাপশহর

যোগী রাজ্যের ১১ লক্ষ পড়ুয়াকে দিতে হল 'সংঘ পরিবার পরীক্ষা'!

সাধারণ জ্ঞানের পরীক্ষা না-বলে, এই প্রতিযোগিতাকে 'সঙ্ঘ পরিবার টেস্ট' বলাই যায়। কারণ, একশো প্রশ্নের সিংহভাগই ছিল আরএসএস ও মোদী সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে।

EiSamay.Com 28 Aug 2017, 9:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) কবে প্রতিষ্ঠিত হয়েছিল? RSS-এর প্রতিষ্ঠাতা মহান নেতার নাম কী? গঙ্গাকে পরিষ্কার রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রকল্পটি হাতে নিয়েছেন, তার নাম কী? বনবাসে থাকাকালীন বেশিরভাগ সময়টায় রামচন্দ্র কোথায় কাটিয়েছিলেন?
EiSamay.Com 11 lakh up school students take a sangh parivar test
যোগী রাজ্যের ১১ লক্ষ পড়ুয়াকে দিতে হল 'সংঘ পরিবার পরীক্ষা'!


পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্মশতবার্ষিকী উপলক্ষে বিজেপির উদ্যোগে উত্তরপ্রদেশ জুড়ে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় শনিবার এমনই ১০০ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে প্রতিযোগীদের। সাধারণ জ্ঞানের পরীক্ষা না-বলে, এই প্রতিযোগিতাকে 'সঙ্ঘ পরিবার টেস্ট' বলাই যায়। কারণ, একশো প্রশ্নের সিংহভাগই ছিল আরএসএস ও মোদী সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে। বাকিটা হিন্দু পুরাণ ও উত্তরপ্রদেশ সংক্রান্ত টুকিটাকি প্রশ্ন।

রাজ্যজুড়ে ১০ হাজার স্কুলের নবম ও দশম শ্রেণির ১১ লক্ষ ছাত্রছাত্রীকে সাধারণ জ্ঞানের এই পরীক্ষায় বসতে হয়েছে। বন্যা এবং ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাহ রহিমকে নিয়ে শুক্রবার অশান্তির কারণে ১৪৪ ধারা জারি থাকায় ১৬টি জেলায় এই পরীক্ষা নেওয়া যায়নি। বাকি ৫৯টি জেলার পড়ুয়াদের সাধারণ জ্ঞানের এই পরীক্ষায় বসতে বাধ্য করা হয়। বিজয়ীদের পুরস্কারের পাশাপাশি সংবর্ধিত করা হবে।

তাদের ভাবাদর্শে তরুণসমাজকে উদ্ধুদ্ধ করতেই রাজ্যের শাসকদল, বিজেপি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছে। যদিও বিজেপির উত্তরপ্রদেশের মুখপাত্র চন্দ্র মোহন 'এই সময়'কে জানিয়েছেন, জাতীয়তাবাদ এবং ভারতের সাফল্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রতিযোগীদের মধ্যে যারা ৬০ শতাংশ করে পাবে, তাদের শংসাপত্র দেওয়া হবে। সেরা ১০ প্রতিযোগীর জন্য রয়েছে বিশেষ পুরস্কারও।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল